" সাত বীরশ্রেষ্ঠ সাহিত্য সম্মাননা "২০১৯ পেলেন কবি পবিত্র মহন্ত জীবন
" সাত বীরশ্রেষ্ঠ সাহিত্য সম্মাননা "২০১৯ পেলেন কবি পবিত্র মহন্ত জীবন

"সাত বীরশ্রেষ্ঠ সাহিত্য সম্মাননা"২০১৯



কাব্যকথা সাহিত্য পরিষদ'এর ৫ম মুক্তিযুদ্ধের কবিতা  উৎসব, ৩০ মার্চ রোজ শনিবার বিকেল ৩ টায় ঢাকা,শাহবাগ, পাবলিক লাইব্রেরি  ভিআইপি সেমিনার হল আনুষ্ঠানিকভাবে কবি পবিত্র মহন্ত জীবন এর হাতে "সাত বীরশ্রেষ্ঠ সাহিত্য সম্মাননা"১৯ তুলে দেন। উক্ত অনুষ্ঠানে


প্রধান অতিথি কবি সৈয়দা জোহরা আলাউদ্দিন (এমপি)।উদ্বোধন করেন- একুশে পদক প্রাপ্ত ও বিশিষ্ট কবি আনোয়ারা সৈয়দ হক।কবি আবুল বাসার সভাপতিত্বে - অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য, কাব্যশ্রী কবি কাজী রোজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ও বিশিষ্ট শিশুসাহিত্যিক আসলাম সানী।


সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব,জাফর রাজা চৌধুরী রেজিষ্টার্ড অফ কপি রাইট, সংস্কৃতি
মন্ত্রণালয়, বিশিষ্ট শিশুসাহিত্যিক স.ম.শামসুল আলম,কবি আরিফ মঈনুদ্দীন,গবেষক ও কবি তপন বাগচী
উপ-পরিচালক বাংলা একাডেমি,ঢাকা।


স্বাগত বক্তব্য রাখেন- কবি সৈয়দ রোকন উদ্দিন,শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, শিশুসাহিত্যিক মানিক চক্রবর্ত্তী, কবিতা পাঠে অংশগ্রহণ করেন-বাচিকশিল্পী মাসুম আজিজুল বাসার,বাচিকশিল্পী শিমুল পারভীন,বাচিকশিল্পী পারভীন আখতার,বাচিকশিল্পী মাশরুরা লাকী।


সমবেত কন্ঠে পুঁথিপাঠ করেন- ত্রিলোক বাচিক পাঠশালা’র পুঁথিশিল্পীগণ
অনুষ্ঠানটি উপস্থানা করেন- কবি আসিফুজ্জামান খন্দকার।


শুভেচ্ছা বক্তব্য রাখেন-"কাব্যকথা সাহিত্য পরিষদ এর সম্পাদক ও কবি জালাল খান ইউসুফী। আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট কবি এ. কিউ. এম. আবু জাফর,শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ,শিশুসাহিত্যিক আলম তালুকদার,
শিশুসাহিত্যিক শেখ নূরুদ্দীন,  কথাসাহিত্যিক কাপ্তান নূর,কবি হিলারী হিটলার আভী,কবি মিলি বসাক,কবি খালেদ উদ-দীন, বিশিষ্ট সাংবাদিক শেখ ফয়ছল আহমদ,আনোয়ার হোসেন রনি, ছড়াশিল্পী তারেশকান্তি তালুকদার,
ছড়াশিল্পী পৃত্থিশ চক্রবর্ত্তী,কবি অাতিয়ার রহমান,কবি শেফালি দোউসী,শওকত হোসেন লিটু,কবি হাবিবা মুস্তারিন চমন, কবি দিলরুবা রহমান,পপি রায়,তানজিলা তাছনিম তিশা,কবি সৈয়দ শারমিন,কবি খান মাহমুদ,কবি মোশারফ হোসেন,কবি মাহাদী সাগর,সুমন হোসেন, প্রমুখ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান