একুশে বইমেলা ২০২০ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে কবি ফাহমিদাইয়াসমিন-রনবম শিশুতোষ গল্পগ্রন্থ - ফারহানের মুক্তিযুদ্ধ গ্রন্থের নাম: ফারহানের মুক্তিযুদ্ধ প্রচ্ছদ -আলমগীর জুয়েল প্রকাশক: চমনপ্রকাশ সোনামনিদের জন্য সম্পূর্ণ রঙিন এবং চিত্র সহকারে গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে- চমনপ্রকাশ ও ইরাবতীর স্টলে স্টল নং- 719
আরও প্রকাশিত হয়েছে সপ্তম (কাব্যগ্রন্থ ) গ্রন্থের নাম - অস্তিত্বের বিষণ্ণ দেয়াল( কাব্যগ্রন্থ) প্রকাশক: লিখন প্রকাশন। প্রচ্ছদঃ আইয়ুব আল আমিন বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গন - রুপন্তি, স্টল নং-১১৭ ও পরিবেশক স্টল ( সোহরাওয়্যার্দী উদ্যান) আনন্দম স্টল নাম্বার ৬৯৭। সিলেট - জসিম বুক হাউজ ও অষ্টম (কাব্যগ্রন্থ ) "কথার সুতোয় সেলাই করে আগামী স্বপ্ন" সবার কাছে দোয়া প্রার্থী। কাব্যগ্রন্থঃ "কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন" প্রকাশকঃ প্রাকৃত প্রকাশ প্রচ্ছদঃ শ ই মামুন বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির মহান একুশে গ্রন্থমেলা সাহিত্যদেশ স্টলে। স্টল নং ২৩৪-২৩৫। সিলেটে জসিম বুক হাউজে।
মৌলভী বাজার এ পাওয়া যাবে, ইলিয়াছ শপিংসেন্টার-১৬১, কোর্ট রোড চৌমুহনা মৌলভীবাজার,সিলেট, বাংলাদেশ। কুরিয়ারে পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন( ০১৭১২৬৮৩২০৩)
প্রেমও প্রকৃতির কবিফাহমিদা ইয়াসমিনমৌলভীবাজার জেলার বড়কাপনগ্রামে এক সম্ভ্রান্তপরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণকরেন ।
তাঁরপিতা আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া, মাতা: ফজিলাতুন্নেছাচৌধুরী ।
কবিফাহমিদা ইযাসমিন বর্তমানেলন্ডনে চাকরিরত । স্বামীপ্রকৌশলী মো. ফয়জুলইসলাম । আদরের দুইসন্তান ফারহাতও ফারহান ।
কবি ফাহমিদাইয়াসমিন মৌলবীবাজার মহিলাকলেজ থেকে স্নাতকডিগ্রি লাভ করেন। শতব্যস্ততার মাঝে থেকেওসাহিত্যের পঞ্চ শাখায়গভীর মনোনিবেশ করেযাচ্ছেন সতত।
দেশবিদেশের দৈনিক , সাপ্তাহিক , মাসিকপত্রিকা, অনলাইন মিডিয়া ওবিভিন্ন সংকলনে অনবরত লিখেযাচ্ছেন কবিতা, গল্প , ছড়া ।
কবিফাহমিদাইয়াসমিন এরআগেআরওতিনটিকাব্যগ্রন্থপ্রকাশিতহয়েছে, এবংসাহিত্যাঙ্গনেবেশআলোড়নতুলেছিল