অমর একুশে বইমেলায় কবি ফাহমিদা ইয়াসমিন-র তিনটি নতুন বই
অমর একুশে বইমেলায় কবি ফাহমিদা ইয়াসমিন-র তিনটি নতুন বই

একুশে বইমেলা ২০২০ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে কবি ফাহমিদাইয়াসমিন-রনবম শিশুতোষ গল্পগ্রন্থ - ফারহানের মুক্তিযুদ্ধ গ্রন্থের নাম: ফারহানের মুক্তিযুদ্ধ প্রচ্ছদ -আলমগীর জুয়েল প্রকাশক: চমনপ্রকাশ সোনামনিদের জন্য সম্পূর্ণ রঙিন এবং চিত্র সহকারে গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে- চমনপ্রকাশ ইরাবতীর স্টলে স্টল নং- 719

 

আরও প্রকাশিত হয়েছে সপ্তম (কাব্যগ্রন্থ ) গ্রন্থের নাম - অস্তিত্বের বিষণ্ণ দেয়াল( কাব্যগ্রন্থ) প্রকাশক: লিখন প্রকাশন। প্রচ্ছদঃ আইয়ুব আল আমিন বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গন - রুপন্তি, স্টল নং-১১৭ পরিবেশক স্টল ( সোহরাওয়্যার্দী উদ্যান) আনন্দম স্টল নাম্বার ৬৯৭। সিলেট - জসিম বুক হাউজ ও অষ্টম (কাব্যগ্রন্থ ) "কথার সুতোয় সেলাই করে আগামী স্বপ্ন" সবার কাছে দোয়া প্রার্থী। কাব্যগ্রন্থঃ "কথার সুতোয় সেলাই করি আগামী স্বপ্ন" প্রকাশকঃ প্রাকৃত প্রকাশ প্রচ্ছদঃ মামুন বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির মহান একুশে গ্রন্থমেলা সাহিত্যদেশ স্টলে। স্টল নং ২৩৪-২৩৫। সিলেটে জসিম বুক হাউজে।

 

মৌলভী বাজার পাওয়া যাবে, ইলিয়াছ শপিংসেন্টার-১৬১, কোর্ট রোড চৌমুহনা মৌলভীবাজার,সিলেট, বাংলাদেশ। কুরিয়ারে পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন( ০১৭১২৬৮৩২০৩)

 

 

প্রেম প্রকৃতির কবিফাহমিদা ইয়াসমিনমৌলভীবাজার জেলার বড়কাপনগ্রামে এক সম্ভ্রান্তপরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণকরেন

তাঁরপিতা আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া, মাতা: ফজিলাতুন্নেছাচৌধুরী

 কবিফাহমিদা ইযাসমিন  বর্তমানেলন্ডনে চাকরিরত স্বামীপ্রকৌশলী মো. ফয়জুলইসলাম   আদরের দুইসন্তান ফারহাত ফারহান

কবি ফাহমিদাইয়াসমিন মৌলবীবাজার মহিলাকলেজ থেকে স্নাতকডিগ্রি লাভ করেন শতব্যস্ততার মাঝে থেকেওসাহিত্যের পঞ্চ শাখায়গভীর মনোনিবেশ করেযাচ্ছেন সতত

দেশবিদেশের দৈনিক , সাপ্তাহিক , মাসিকপত্রিকা, অনলাইন মিডিয়া বিভিন্ন সংকলনে অনবরত লিখেযাচ্ছেন কবিতা, গল্প , ছড়া

কবিফাহমিদাইয়াসমিন এরআগেআরওতিনটিকাব্যগ্রন্থপ্রকাশিতহয়েছে, এবংসাহিত্যাঙ্গনেবেশআলোড়নতুলেছিল

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান