এ কে এম আবদুল্লাহ এর কবিতা
এ কে এম আবদুল্লাহ  এর কবিতা
হলদে ডোরা পঙক্তি 


লাঞ্চব্রেকে,হঠাৎ খুলে গ্যালে বুকের জিপ— ফেইসবুক থেকে বেরিয়েআসা ভেলেন্টাইন 

আভার মতো ; বুকটিফিন থেকে বেরিয়ে আসে পরটার ভাঁজে একটুকরো ভালোবাসা।আমি মধ্যাহ্ন আগুনের শুভেচ্ছায় সেদ্ধকরি সে ভালবাসা।এরপর পুড়া-পুড়া গন্ধেদর্শকগ্যালারিতে জেগে ওঠে প্রেমের মৌসুম।


অতপর,আমি প্রেমিক হই। আমার ভেতরে উতলে ওঠে দৈব্যিকশ্লোগান।আমি বাণিজ্যিক হই।আর কেলেন্ডারে পাতায় দাগ কেটেকেটে— প্লাস্টি সানকিতে জমা করি আধ্যাত্মিক সূচিপত্র।


অবশেষে ফুলের পাপড়ি দলিত-মদিত করে স্পর্শ করি— ঝলসানো ব্যাকুল নিতম্ব। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান