এ কে এম আব্দুল্লাহ এর কবিতা
কবি :এ কে এম আব্দুল্লাহ
এ্যাপেলকাঠের গ্যালারি
এরপর,আমরা আগুনে পোড়তে থাকি।আর গোঙাতে গোঙাতে দৌড়াতে থাকি মাটির দিকে।আমাদের হাড্ডি মড়মড় করে জ্বলতে থাকে। আর আমাদের গোঙানি শোনে ; আমাদের হাড়ের জোড়া ভাঙ্গনের শব্দ শোনে—কারও নেশা আসে। হ্রিদয় খোলে বেরিয়ে আসে এন্ড্রয়েডপ্রদর্শনি। এসব দৃশ্য কারেন্টের তারে বসে কিছু কাক— তাদের চোখের সেলুলয়েডে রেকর্ডিং করে নিয়ে যায়।
অতপর,আমাদের মাংসের মোহে কাকের চোখ থেকে সে ফুটেজ পড়ে যায়— মিউনিসিপ্যালের ময়লার স্তুপে।
এখন সমাজ সভ্যতায়— কুমারী মাতার ফেলে আসা নাড়ি ছেড়া অপূর্ণ নবজতকের সম্মুখে— দৃশ্যায়িত হচ্ছে সে ফুটেজ।