কবি মোহাম্মদ ইকবাল এর নতুন বই "বৈষ্ণবীর প্রেম" ২০২০ এর একুশের বইমেলায়।
কবি মোহাম্মদ ইকবাল এর নতুন বই "বৈষ্ণবীর প্রেম" ২০২০ এর একুশের বইমেলায়।

এ সময়ের কবি মোহাম্মদ ইকবাল মহান একুশের বইমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত হচ্ছে তার সিরিজ প্রেমের কবিতার বই "বৈষ্ণবীর প্রেম" প্রেম ও ভালোবাসার কবিতায় নতুন ধারা, কাব্যগ্রন্থটি দেশের সুনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান "নাগরী প্রকাশ " থেকে প্রকাশিত হচ্ছে।

"বৈষ্ণবীর প্রেম" কাট্যাগরী ; প্রেম ও ভালোবাসার কাব্য , স্টল ; ২২৫-২২৬ অমর একুশের বইমেলা(২০২০) প্রচ্ছদ ; ফারজানা শারমিন মৌসুমি পাওয়া যাবে ; ঢাকায়- বইমেলার( ২০২০) প্রথম দিন থেকে নাগরীর ২২৫-২২৬ নং স্টলে সিলেটে; প্রথম আলো বন্ধু সভার বইমেলায় নাগরীর ১১ নং স্টলে।

অনলাইন পরিবেশক ; রকমারি ডটকম

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ইকবাল বাবা- মোহাম্মদ আব্দুল গনি (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনস্বাস্থ্য অধিদপ্তর) মা-জয়তুন নাহার বেগম (গৃহিণী) জন্ম-২৯শে মে ১৯৬২ইং মৌলভীবাজার বৃহত্তর সিলেট জেলা।পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ১৯৯৪ইং থেকে স্থায়ীভাবে বিলেতে বসবাসরত লেখালেখির পাশাপাশি নিজ ব্যবসা দেখাশুনা করে আসছেন। ব্যবসা ছাড়া তিনি দেশে বিদেশে বিভিন্ন বিভিন্ন সাহিত্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত

email :- mohammed-iqbal1@hotmail.co.uk Facebook ID মোহাম্মদ ইকবাল।

গ্রন্থতালিকাঃ- স্রষ্টার শৈল্পিক হাত (কবিতা ২০১৬) নিরংসু ক্ষপায় (কবিতা২০১৬) ইস্কাপনের বউ, (কবিতা২০১৭) জাফরানি মৌচাক (কবিতা ২০১৮) সংবিধিবদ্ধ নসিহত (কবিতা ২০১৯) যৌথগ্রন্থ; পঙতিস্বজন (কবিতা২০১৬) প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা (কবিতা ২০১৭) সংহতির নির্বাচিত কাব্য সংকলন -৩ (কবিতা২০১৭) পদাবলির যাত্রা (কবিতা২০১৮) বসন্ত বিন্যাস ( কবিতা২০১৯) মেঘের আঁচল (কবিতা ২০১৯) মোঠোপথে জন্মের শেকড় (কবিতা ২০২০) হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কবিতা ২০২০)


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান