কবি হেনরী স্বপন এর জন্মদিন
জীবনানন্দের বরিশালে জন্ম কবি হেনরী স্বপনের। ১৯৬৫সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন এই কবি। জন্মাবধি এখানের মাটি কামড়েই আছেন একটি এনজিওতে কর্মরত হয়ে। স্ত্রী মারিয়া লাকী সরকার ও একমাত্র কন্যা কসটিকা চিনতী। এ-পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। এগুলো হচ্ছে—’কীর্তনখোলা’, ‘মাটির বুকেও রৌদ্রজ্বলে’, ‘বাল্যকাল ও মোমের শরীরে আগুন’, ‘জংধরা ধুলি’, ‘ কাস্তে শানানো মোজার্ট’, ‘ঘটনার পোড়ামাংস ‘, ‘হননের আয়ু’ ), ‘উড়াইলা গোপন পরশে’। সম্পাদনা করছেন বিখ্যাত জীবনানন্দ কবিতাপত্র।
কবি হেনরী স্বপন
জীবনানন্দের বরিশালে জন্ম কবি হেনরী স্বপনের। ১৯৬৫সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন এই কবি। জন্মাবধি এখানের মাটি কামড়েই আছেন একটি এনজিওতে কর্মরত হয়ে। স্ত্রী মারিয়া লাকী সরকার ও একমাত্র কন্যা কসটিকা চিনতী। এ-পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। এগুলো হচ্ছে—’কীর্তনখোলা’, ‘মাটির বুকেও রৌদ্রজ্বলে’, ‘বাল্যকাল ও মোমের শরীরে আগুন’, ‘জংধরা ধুলি’, ‘ কাস্তে শানানো মোজার্ট’, ‘ঘটনার পোড়ামাংস ‘, ‘হননের আয়ু’ ), ‘উড়াইলা গোপন পরশে’। সম্পাদনা করছেন বিখ্যাত জীবনানন্দ কবিতাপত্র।
কবি হেনরী স্বপনের জন্মদিন উপলক্ষে সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন , শুভেচ্ছ ও শ্রদ্ধা ।