জীবনানন্দের বরিশালে জন্ম কবি হেনরী স্বপনের। ১৯৬৫সালের ২২ ফেব্রুয়ারি
জন্মগ্রহণ করেছেন এই কবি। জন্মাবধি এখানের মাটি কামড়েই আছেন একটি এনজিওতে
কর্মরত হয়ে। স্ত্রী মারিয়া লাকী সরকার ও একমাত্র কন্যা কসটিকা চিনতী।
এ-পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। এগুলো হচ্ছে—’কীর্তনখোলা’,
‘মাটির বুকেও রৌদ্রজ্বলে’, ‘বাল্যকাল ও মোমের শরীরে আগুন’, ‘জংধরা
ধুলি’, ‘ কাস্তে শানানো মোজার্ট’, ‘ঘটনার পোড়ামাংস ‘, ‘হননের আয়ু’ ),
‘উড়াইলা গোপন পরশে’। সম্পাদনা করছেন বিখ্যাত জীবনানন্দ কবিতাপত্র।
কবি হেনরী স্বপনের জন্মদিন উপলক্ষে সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন , শুভেচ্ছ ও শ্রদ্ধা ।