কামরুল বাহার আরিফ এর কবিতা
কামরুল বাহার আরিফ এর কবিতা

বোন হাসিনা পিতার পথে


গল্পে গল্পে অল্প কথা কয়না যাওয়া বলা
ভদ্রে শূদ্রে যায় কখনও এক রাস্তায় চলা?
তাইরে নাইরে শোনরে মনরে কত কথাার ঝাঁপি
এমন তেমন নয়রে তয়রে ওজন দিয়ে মাপি
নদী যদি বাঁকে বাঁকে কথার গল্প আঁকে
চন্দ্র সূর্য নামটা যা হোক আলো নামেই ডাকে।

তেমন এমন গল্প কল্প তারও অধিক কিছু
বলতে চলতে খাড়া কানে শুনি পিছু পিছু
শুনি গুণি মানুষ যত একই কথার পিঠে
বলে চলে রূপকথারা শুনতে বেজায় মিঠে
মায়ের ভায়ের মুখে মুখে জীবন জয়ের কথা
গীতি প্রীতি সুরের ধারা এ বাঙালির প্রথা।

পিতা ত্রাতা বাংলা মায়ের, কন্যা হাসিনা
রীতি নীতি দৃঢ়চেতা বিশ্ববাসির চেনা
তলা খোলা ঝুড়ি ছিল বাংলা মায়ের ভাগ্য
এমন তেমন দেশটা আমার ছিলনা নিজ ভাগও
মাতা-পিতাহারা বোনটা শোক কাটিয়ে শেষে
টলতে টলতে চলা দেশের দায়িত্ব নেয় এসে
জাদু টাদু জানতো বুঝি বাঙালিকে জয়ের
দেশের দশের মন জুড়ালো দূর করলো ভয়ের
ভয়ের জয়ের গল্প কথার অজস্র রূপকথা
সুখে দুখে প্রাণে পণে ভাঙলো অন্ধ প্রথা
গল্পে কল্পে দিনে দিনে শেখ হাসিনার হাতে
অবাক সবাক বিশ্ব দেখে বাংলা এখন জাতে!
গল্পে গল্পে অনেকে আজ দৃঢ়চিত্তে বলেন
গর্বে গর্জে বোন হাসিনা পিতার পথে চলেন।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান