গ্রন্থমেলায় শানারেই দেবীর নতুন দুটি বই
শানারেই দেবী শানু বলেন, ভালোবাসায় ছুটে চলা শব্দের প্রেমে, আহা! মাঝেমধ্যে মনে হয়, বইমেলার অপেক্ষায় বেঁচে থাকে লেখক হৃদয়। এই অপেক্ষাটা প্রতিবছর বেঁচে থাক, আমৃত্যু।’
২০১৭ সালে শানুর প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’। গত বছর তার তিনটি বই প্রকাশ হয়। বইগুলো হলো ‘এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’।
অমর একুশে গ্রন্থমেলায় নতুন দুটি বই লিখেছেন অভিনেত্রী শানারেই দেবী শানু।
একটি
শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ এবং উপন্যাস ‘একলা
আকাশ’। বইমেলায় অনন্যা প্রকাশনীতে ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ এবং
তাম্রলিপি প্রকাশনায় ‘একলা আকাশ’ বইটি পাওয়া যাবে।শানারেই দেবী শানু বলেন, ভালোবাসায় ছুটে চলা শব্দের প্রেমে, আহা! মাঝেমধ্যে মনে হয়, বইমেলার অপেক্ষায় বেঁচে থাকে লেখক হৃদয়। এই অপেক্ষাটা প্রতিবছর বেঁচে থাক, আমৃত্যু।’
২০১৭ সালে শানুর প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’। গত বছর তার তিনটি বই প্রকাশ হয়। বইগুলো হলো ‘এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’।