জহির খান এর কবিতা
জহির খান এর কবিতা

কবি ও চলচ্চিত্র নির্মাতা  : জহির খান


শিরোনামহীন কবিতা

 

ইচ্ছে করেই শিমুলের কাছে লেখা চিঠি

নামে বেনামে পোষ্ট করা হয়

মেঘনা পাড় সাক্ষী হয়ে রয়

আর কাঠালচাপা ফুল বালিশ চাপা দেয়

খুব করে ইচ্ছে করে ইশ! যদি এমন না হয়

ইদানিং আবার বালিশের সাথে সংখ্যতা বেশ ভালোই

শরীর অনুভব করে নেয় শরীরের প্রয়োজনিয়তা

অতএব

চিঠির খাম খোলার আগেই খুলে গেলো শরীরের খাম

প্লিজ আমাকে ক্ষমা করে দিন...

 

 

শিরোনামহীন কবিতা

 

কালো কালো চোখ নিয়ে আর কত দেখবে আমায়

এবার তোমার চোখ নীল করো...

আর

বলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি

অনুভব করো এই আমাদের প্রেম

ভেবে দেখো আমার প্রয়োজনিয়তা

 

এবার তোমার চোখ লাল করো...

দেখো চারপাশে কতশত গোলাপ ফুটে আছে

 

 

আ-নু-ভা-সি

 

চুপ সবাই, কেউ কোন কথা হবেনা

বেশ ভালো আছি বৈকি

গিন্নি ঠিক কোথায় জ্বলছে বলতো

বাজার ঠিক ভালো যাচ্ছেনা তাইতো?

 

 

শিরোনামহীন কবিতা

 

আমার অনুজ প্রেম তুমি,

কখনো কখনো মহান হতে পারোনা

তোমার যতো গভীর, তার চেয়ে ঢের ভালো এই আমার শূন্যতা

যে বিষয় আমি অবগত না হই, তুমি সে বিষয়ে সচেতন ভাব মাত্র...

 

 

শিরোনামহীন কবিতা

 

তাদের ভাবনায় অনেক কিছু ছিলো, বাট কিছুই ভাবলোনামাঠে বসে থাকলো আর ভাবলো কিছুই হবেনা...শালা হালের বলদ, পকেটের টাকা খরচ করে কি হবে? হবেনা হবে ধুর বাল কিছুই হলোনা, আসলে আমরা কিছুই জানিনা....গুনিজন বলে কথা আর কিছু কথা না বলাই ভালো তাই নয় কি? আচ্ছা স্যার আপনার বাসায় কি জানে ব্যাপারটা ?



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান