দেশী ফিল্ম ফ্যাস্টিভ্যালে  শর্টফিল্ম "খড়কুটো" শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কারে নির্বাচিত মাসুম আজিজ
দেশী  ফিল্ম ফ্যাস্টিভ্যালে  শর্টফিল্ম "খড়কুটো" শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কারে  নির্বাচিত মাসুম আজিজ

পোস্টার :  শর্টফিল্ম "খড়কুটো

দেশী ফিল্ম ফ্যাস্টিভ্যালে  শর্টফিল্ম "খড়কুটো" শ্রেস্ঠ অভিনেতা ক্যাটাগরীতে পুরষ্কার জিতেছে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মাসুম আজিজ নির্বাচিত হয়েছেন। 

এ সময়ের গুণীজন সৈয়দ মাসুদ রাজা । তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক । যার আলোয় আলোকিত হয়েছে বহুবার ইসলামপুর উপজেলা । তিনি নিজের সৃজনশীলতা বিলিয়ে দিয়েছেন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে । কবিতা, গল্প, নাটকের মানুষ সৈয়দ মাসুদ রাজা । তার সভাপতিত্বে ইসলামপুর উপজেলায় পরিচালিত হচ্ছে ব্রহ্মপুত্র কালচারাল একাডেমীসহ অসংখ্যা সংগঠন ।  করেছেন একের পর নাটক নির্মাণ । যা দেশ বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করতে শুরু করেছে ।

এটিএন বাংলায় অনুষ্ঠিত এশিয়ার সর্বপ্রথম নাটক বিষয়ক রিয়েলিটি শো / নাট্যযুদ্ধে তিনি একে একে অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন উচ্চতার শিখরে ।


এবার  স্বদেশী ফিল্ম ফেস্টিভালে তার পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক শর্টফিল্ম " খড়কুটো" শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরীতে পুরষ্কার জিতেছে।

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মাসুম আজিজ নির্বাচিত হয়েছেন।

যা ইসলামপুর উপজেলার মানুষকে আরেকবার চমকে দেওয়ার মতই ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান