প্রকাশ পেল সাংস্কৃতিক পত্রিকা উন্মেষের দ্বিতীয় সংখ্যা।
তন্ময় কুন্ডু, কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর থেকে:
১০ অক্টোবর বুধবার সন্ধ্যায় পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ পেল সাংস্কৃতিক পত্রিকা 'উন্মেষ' এর দ্বিতীয় তথা শারদীয়া সংখ্যা। শহরের কিশলয় নার্সারি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী মঞ্চেই প্রকাশ কার্য সম্পন্ন হয়,প্রকাশ করেন প্রধান শিক্ষিকা কল্যানী দত্ত। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী,অভিভাবকবৃন্দ ও শহরের সাধারন মানুষজন। প্রসঙ্গত,কালিয়াগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের কিছু প্রাক্তনীরা একজোট হয়ে শহরে প্রথম কোনো সাংস্কৃতিক ম্যাগাজিন তৈরীর উদ্যোগ নিয়েছিল,সেইমতো গত এপ্রিল মাসে প্রকাশ পায় ষান্মাষিক এই পত্রিকার প্রথম সংখ্যা।পত্রিকা টি সংশ্লিষ্ট মহলে দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছিল। শুধু শহর নয়,শহর ছাড়িয়ে পুরো বাংলা জুড়ে অনেকাংশে ছড়িয়ে পড়েছে পত্রিকার নাম। পত্রিকার শারদীয়া সংখ্যাতেও আর্টিকেল দাতা দের সংখ্যা বেশ চমকপ্রদ বলেই জানা গিয়েছে উদ্যোক্তা দের কাছ থেকে।
'উন্মেষ' - ষান্মাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশ পেয়েছে প্রায় ৩০ টি কবিতা এবং ২০টি গল্প।
পাশাপাশি শিল্পী দের কিছু সুচিত্রিত ছবি, এবং পুরোনো দিনের বেশ কিছু ছবি নিয়ে সেজে উঠেছে 'উন্মেষ' -এর শারদ সংখ্যা।
এবারের পত্রিকাতে যেমন মায়ের আগমনী বার্তা ফুটে উঠেছে তেমনি নারী শক্তি, অসুর - নিধন, হাস্য-কৌতুক, ভৌতিক গল্পও স্থান পেয়েছে।আবার কখনো বা প্রেমিকের আবেগ প্রবণ কল্পণা থেকে প্রকাশ পেয়েছে কিছু প্রেমালাপ। ভাগাড় কান্ডও বাদ পড়ে নি 'উন্মেষ' - এর সাদা কালো পাতায়।পাশা পাশি রয়েছে চিকিৎসাবিদ্যা,কৃষিবিদ্যা, মহা কাশ বিদ্যা নিয়েও কিছু শিক্ষনীয় তথ্যও রয়েছে এবারের সংখ্যায়।পাশাপাশি বিনোদনমূলক মানসিকতা সতেজ রাখতে, রয়েছে কিছু মজার প্রশ্নপত্র।সব মিলিয়ে ' উন্মেষ ' এবার সেজে উঠেছে একটু অন্যরকম শোভায়।
পত্রিকার সাথে যুক্ত ব্যক্তিরা হলেন তন্ময় কুন্ডু,ঋতঙ্কর মিত্র,ধীমান কুমার নায়েক,প্রশেম মজুমদার,সৌভিক পাল,সায়ন চৌধুরী,রিনিকা দাস,প্রান্তু প্রামানিক,ঋত্তিক সাহু,রোহিত কুন্ডু ও ভীম রায়।
তারা জানান যে শহরের উদীয়মান লেখকদের জন্য একমাত্র এই পত্রিকা টি আগামী সময়ে আরো বড়ো ও জনপ্রিয় করে তুলতে তারা বদ্ধপরিকর।
তন্ময় কুন্ডু, কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর থেকে:
১০ অক্টোবর বুধবার সন্ধ্যায় পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ পেল সাংস্কৃতিক পত্রিকা 'উন্মেষ' এর দ্বিতীয় তথা শারদীয়া সংখ্যা। শহরের কিশলয় নার্সারি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী মঞ্চেই প্রকাশ কার্য সম্পন্ন হয়,প্রকাশ করেন প্রধান শিক্ষিকা কল্যানী দত্ত। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী,অভিভাবকবৃন্দ ও শহরের সাধারন মানুষজন। প্রসঙ্গত,কালিয়াগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের কিছু প্রাক্তনীরা একজোট হয়ে শহরে প্রথম কোনো সাংস্কৃতিক ম্যাগাজিন তৈরীর উদ্যোগ নিয়েছিল,সেইমতো গত এপ্রিল মাসে প্রকাশ পায় ষান্মাষিক এই পত্রিকার প্রথম সংখ্যা।পত্রিকা টি সংশ্লিষ্ট মহলে দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছিল। শুধু শহর নয়,শহর ছাড়িয়ে পুরো বাংলা জুড়ে অনেকাংশে ছড়িয়ে পড়েছে পত্রিকার নাম। পত্রিকার শারদীয়া সংখ্যাতেও আর্টিকেল দাতা দের সংখ্যা বেশ চমকপ্রদ বলেই জানা গিয়েছে উদ্যোক্তা দের কাছ থেকে।
'উন্মেষ' - ষান্মাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশ পেয়েছে প্রায় ৩০ টি কবিতা এবং ২০টি গল্প।
পাশাপাশি শিল্পী দের কিছু সুচিত্রিত ছবি, এবং পুরোনো দিনের বেশ কিছু ছবি নিয়ে সেজে উঠেছে 'উন্মেষ' -এর শারদ সংখ্যা।
এবারের পত্রিকাতে যেমন মায়ের আগমনী বার্তা ফুটে উঠেছে তেমনি নারী শক্তি, অসুর - নিধন, হাস্য-কৌতুক, ভৌতিক গল্পও স্থান পেয়েছে।আবার কখনো বা প্রেমিকের আবেগ প্রবণ কল্পণা থেকে প্রকাশ পেয়েছে কিছু প্রেমালাপ। ভাগাড় কান্ডও বাদ পড়ে নি 'উন্মেষ' - এর সাদা কালো পাতায়।পাশা পাশি রয়েছে চিকিৎসাবিদ্যা,কৃষিবিদ্যা, মহা কাশ বিদ্যা নিয়েও কিছু শিক্ষনীয় তথ্যও রয়েছে এবারের সংখ্যায়।পাশাপাশি বিনোদনমূলক মানসিকতা সতেজ রাখতে, রয়েছে কিছু মজার প্রশ্নপত্র।সব মিলিয়ে ' উন্মেষ ' এবার সেজে উঠেছে একটু অন্যরকম শোভায়।
পত্রিকার সাথে যুক্ত ব্যক্তিরা হলেন তন্ময় কুন্ডু,ঋতঙ্কর মিত্র,ধীমান কুমার নায়েক,প্রশেম মজুমদার,সৌভিক পাল,সায়ন চৌধুরী,রিনিকা দাস,প্রান্তু প্রামানিক,ঋত্তিক সাহু,রোহিত কুন্ডু ও ভীম রায়।
তারা জানান যে শহরের উদীয়মান লেখকদের জন্য একমাত্র এই পত্রিকা টি আগামী সময়ে আরো বড়ো ও জনপ্রিয় করে তুলতে তারা বদ্ধপরিকর।