বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলায়- (২০২০) আগামী ১৪ ফেব্রুয়ারি থেকেই অনার্য পাবলিকেশন্স এর স্টলে( স্টল নম্বর ৩৪২-৩৪৩-৩৪৪-৩৪৫ ) পাওয়া যাবে ছড়াকার জুসেফ খানের ষষ্ঠ ছড়াগ্রন্থ ‘কীর্তিমানের ছড়া জীবন থেকে গড়া’।
ছড়াগ্রন্থ ‘কীর্তিমানের ছড়া জীবন থেকে গড়া প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স লিমিটেড । প্রচ্ছদ করেছেন রাহুল খান । অলংকরণ করেছেন সিনাজ আনহু খান ।বইটির মূল্য ২৪০.০০ টাকা।
“বাঙালি বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে লেখা এই ছড়াগ্রন্থটি সব বয়সের পাঠকদের জন্য একটি সুখপাঠ্য গ্রন্থ।সাবলীল ভাষায় লেখা বইটি পাঠে এক নিমিষেই ছন্দ ছড়ায় জানা হয়ে যাবে মনীষীদের জীবনের জানা অজানা অনেক কাহিনী ।
প্রতিটি ছড়ার সাথে খ্যাতনামা ব্যাক্তিদের মুখচ্ছবিও দেয়া আছে । বইটি শিশু, কিশোরদের মনন বিকাশে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী ।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবী ঠাকুর, কবি নজরুল থেকে শুরু করে ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা সহ অনেক কির্তীমানদের জীবনী এই অমূল্য ছড়াগ্রন্থটিতে ঠাঁই পেয়েছে । শুধু ঘরের বুক সেলফের জন্য নয়, বইটি শিশু কিশোরদের পড়ার ঘরের অনুষঙ্গ হিসেবে বইটি রাখা জরুরী বলেও আমরা মনে করি