একুশে বইমেলার জন্য পান্ডুলিপি আহবান করছে জংশন প্রকাশন। তাই আর দেরি না করে ২০২১ সালের বই মেলায়, নতুন বই প্রকাশে ইচ্ছুক নবীন-প্রবীন কবি/লেখক, গল্পকারসহ সকল সাহিত্যিক বন্ধুরা পান্ডুলিপি নিয়ে আজই জংশন প্রকাশনে যোগাযোগ করুন। অথবা কম্পোজকৃত পাণ্ডুলিপি জংশন প্রকাশনের ই-মেইলে পাঠিয়ে দিন। নতুন লেখকদের সঠিক দিকনির্দেশনাসহ বইয়ের প্রচারে ব্যাপক ভূমিকা রাখবে জংশন প্রকাশন।
কেন জংশন থেকে বই প্রকাশ করনে : বইয়ের গুনগত মান ঠিক রাখতে অভিজ্ঞ সম্পাদনা প্যানেল, উন্নত বাইন্ডিং, চিত্রশিল্পী বা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দৃষ্টিনন্দন প্রচ্ছদ, নির্ভুল বানান ১০০, ১২০ গ্রাম অফসেট/আর্ট পেপারে পরিস্কার ছাপা, ন্যায্য মূল্য, সঠিক সময়ে বই সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আপনার বই প্রকাশ করতে চায় জংশন।
জংশন যে সব বইয়ের পাণ্ডুলিপি নিচ্ছে : শিশুসাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ভ্রমন কাহিনি, ছড়া-কবিতা, গল্প-উপন্যাস, অনুবাদ, স্মৃতিকথা, আত্মজীবনী, গবেষণামূলক বই, বিজ্ঞান বিষয়ক বই, নাটক, পত্র-পত্রিকা ও ম্যাগাজিন।
ম্যাগাজিন সাইজ, ট্যাবলয়েড সাইজ ও রঙিন বইয়ের খরচ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়ে থাকে। জংশন নতুনদের ধোয়াসায় না রেখে খোলামেলা আলোচনায় সঠিক মূল্য নির্ধারণ করাসহ চুক্তিবদ্ধ হয়ে বই প্রকাশ করে থাকে। যার জন্য লেখককে ভোগান্তি কমে ও সঠিক সময়ে বই হাতে পেতে সহায়তা হয়।
পান্ডুলিপি জমার নিয়মাবলি: দুইটি মাধ্যমে আপনি আমাদের কাছে পাণ্ডুলিপি পাঠাতে পারেন-
১. লেখা কম্পোজ করে ই-মেইলের মাধ্যমে।
২. হাতের লেখা বা কম্পোজ প্রিন্ট করে কুরিয়ারে ।
আমাদের কাছে পাঠানোর আগে পাণ্ডুলিপির একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন। আপনার পান্ডুলিপি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হলে লিখিত নিয়মে আলোচনা করে সঠিক সময়ে আপনার হাতে তুলে দেয়া হবে।
বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, ইতিহাস- ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও গবেষণামূলক গ্রন্থে জংশন বিনিয়োগ করে থাকে। তাই আর দেরি না করে আপনার পান্ডলিপি নিয়ে জংশন প্রকাশনে যোগাযোগ করুন। বই প্রকাশের পরে জংশন প্রকাশন স্যোসাল মিডিয়াসহ দেশের প্রথম শ্রেণীর অনলাইন পোর্টালে আপনার বইয়ের প্রচার করবে সম্পূর্ণ বিনামূল্যে।