বর্ণে বর্গে বঙ্গবন্ধু- এস এম ফরিদ উদ্দিন
বর্ণে বর্গে বঙ্গবন্ধু- এস এম ফরিদ উদ্দিন

অবশ্যই অবলম্বন, আমাদের ইনকিলাবের ইতিহাসের

ঈষিকা,

উদারচিত্ত উদারনীতিবাদ উৎসাহ,

ঊর্জস্বান ঋতুর ঋতুরাজ।

এবং একাত্তরের একজন ঐতিহাসিক ওলদ ঔজসিক।

কালের কন্ঠস্বর খানখানান খেতাবধারী,

গনতন্ত্রের ঘরের কোঙর।

চেতনা চেষ্টা ছিল জগদ্বিখ্যাত জাগ্রত ঝড়ে ঝঞ্ঝাটে।

টর্নেডো ঠিক ডেমোক্রেসির ডিরেক্টর ঢালী ণানিকধারী।

তিনি তর্জনীর তুর্যধ্বনি থরহরি দীপ্তিকীর্তি ধ্রুবতারা নভোনীল।

প্রজাদের ফিনিক,

বাংলার বাঙালীর বঙ্গবন্ধু ভূম্যধিকারী মহানেতা।

যথাযোগ্যতায় রয়েছে লেখা লেখকের লেখনীতে শ্রেষ্ঠত্বে।

ষোল সালের সূনৃত হিস্ট্রিতে বড়ো দৃঢ়ভাবে দৃঢ়সংকল্পে হৃদয়ে হৃৎস্পন্দনে বাংলায়,

স্বতঃসিদ্ধ বাঁধনে বাঁধা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান