ছবি : বিশিষ্ট নাট্যকার ও কবি রুমা মোদক ।
বিশিষ্ট নাট্যকার ও কবি রুমা মোদকের জন্ম ১৯৭০ এর ৭ মে ।
হবিগঞ্জ স্থায়ী ঠিকানা হলেও জন্ম মামারবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে শিক্ষকতা পেশার সাথে জড়িত।
ছোটবেলাতেই লেখালেখির হাতেখড়ি। ছড়া কবিতা। প্রথম কবিতার বই ২০০০ সনে।
সিরিয়াস থিয়েটার কর্মী। নাট্যকার।
এপর্যন্ত মঞ্চে আসা নাটকের সংখ্যা প্রায় ২০ টি। প্রকাশিত নাটকের পাণ্ডুলিপি ২ টি। ছোটগল্প ৫ টি। মুক্তিযুদ্ধের ইতিহাস ১ টি। কাব্যগ্রন্থ ১ টি।
মঞ্চ নাটকের অবদানের জন্য তনুশ্রী পদক, থিয়েটার প্রবর্তিত জাকারিয়া পদক, ঢাকা থিয়েটারের ফওজিয়া ইয়াসমিন স্মৃতি পদক নানা সম্মানে ভূষিত। ফেয়ার এণ্ড লাভলী ভালোবাসার গল্প পুরস্কার, বৈশাখী টিভি সেরা গল্পকারের পুরস্কার ইত্যাদি। বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত লিখছেন।
সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে কবি ও নাট্যকার রুমা মোদককে জানাই একরাশ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন ।