বিশ্ব সাহিত্যে রেকর্ড সৃষ্টি করলো দৈনিক বজ্রকন্ঠ...
বিশ্ব সাহিত্যে রেকর্ড সৃষ্টি করলো দৈনিক বজ্রকন্ঠ...

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: বিশ্ব সাহিত্যে পত্রিকার ইতিহাসে এক মাইলস্টোন পুঁতে দিল কবিতা পত্রিকা দৈনিক বজ্রকন্ঠ।

টানা এক বছর ধরে প্রতিদিন এই অনলাইন কবিতা পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে।

যা বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক রেকর্ড। এর আগে নিরবিচ্ছিন্নভাবে কোন কবিতা পত্রিকাই টানা একবছর নিয়মিত প্রকাশের কোন নজির নেই। ২৬ জানুয়ারি এই কবিতা পত্রিকাটির ৩৬৬ তম সংখ্যা প্রকাশিত হল।

এই সংখ্যাটি সেজে উঠেছে মুজিব ইরম,সুবীর সরকার,পাপড়ি গুহ নিয়োগী, ও সানি সরকার - এর লেখায়।

দৈনিক বজ্রকন্ঠ এই অবিশ্বাস্য কাজটিকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল অংশের সাহিত্যিকদের মধ্যে যে তোলপাড় শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

বাংলাদেশ ও ভারতের তরুণ ও খ্যাতিমান কবিরা নিয়মিত লিখছেন এই কবিতা পত্রিকাটিতে। ভারতের ত্রিপুরা রাজ্যের তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ এই কবিতা পত্রিকাটি সম্পাদনা করেন। তার হাত ধরেই দৈনিক কবিতা পত্রিকায় যে জোয়ার এসেছে তা ইতিমধ্যে সকলের বিপুল প্রশংসা কুড়িয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য কবিতার পাশাপাশি ৫০ জনেরও অধিক তরুণ কবির কবিতা ভাবনা প্রকাশ করে যাচ্ছে এই পত্রিকাটি।সমসাময়িক তরুণ কবিরা কবিতা নিয়ে কি ভাবছে তা ফুটে উঠছে তাদের লেখায়। ২০১৮ সালের ২৬ জানুয়ারি দৈনিক বজ্রকন্ঠ প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে যে স্বপ্নের উড়ান শুরু করেছিল তা আজ চারিদিকে তার আলো ছড়িয়ে নিজস্ব গতিতে বয়ে চলছে।এই কবিতা পত্রিকাটি পড়তে ক্লিক করুন dainikbajrokantho.blogspot.com


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান