শাহাদাৎ হোসেন রাকীব এর কবিতা
শাহাদাৎ হোসেন রাকীব  এর কবিতা
অমানুষ

অবহেলায় পরিপূর্ণ

 অন্ধকারাচ্ছন্ন এ শহর

 এখানে এসেই হয় মেধা শুণ্য

 এগিয়ে যাচ্ছে গাধার বহর

 মানুষ আজ মানুষ নয়

 করেছে পশুত্ব বরণ

 মানুষের হাতেই মানুষের মরণ হয়

 ঢেকেছে মিথ্যায় মনুষ্য আবরণ

মনুষ্যত্ব নেই মানুষের মাঝে

 অন্যায়,অবিচার প্রতি কাজে মানুষ হিসেবে একদম বাজে

 মনুষ্যত্ব নেই তবুও মানুষ সাজে

 ওরে মূর্খ

 মানুষের মতো কাঠামো হলে

 মানুষ হওয়া যায় না

 মনে মনুষ্যত্ব না থাকিলে

 সে কভু মানুষ হয় না

 

আশা

তুমিও একা ছিলে

আমিও ছিলাম একা,

 চক্ষুপলকেই বন্ধু হলে

সপ্নে দিলে দেখা

 তুমি কি আমার মন কেড়ে নিবে?

 সপ্ন কি আমার সত্য হবে?

 তুমি কি আমায় ভালবাসবে?

 সপ্ন কি আমার পূর্ণতা পাবে?

 সপ্নেই যে কত কথা বলিতবে বাস্তবে লাগে কেনো ভয়?

 তোমার সাথে সাথেই চলিতবে মনে আজ কেনো সংশয়?

 মনের কথা বলতে পারছি না

তাই লিখছি কবিতাতবুও আজ লাগছেমনে ব্যথা

 তোমার মনেও ছবি আমার

যদি একে নিতাতবে কমে যেতো

এমনের সকল ব্যথাপেতাম মন-

প্রশান্তি মনেপূর্ণতা পেতো সকল আশাভাব হবে কি তোমার সনে?

 পাবো কি ভালবাসা?

 তুমি ই যে আমার মনেসবচেয়ে সব নেশা



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান