শ্রী-উন্নয়নেসৌমেন্দ্র- দত্ত ভৌমিক
শ্রী-উন্নয়নেসৌমেন্দ্র-  দত্ত ভৌমিক

এলোমেলো কাণ্ড-কারখানায় দুর্ভাগ্যের ঝটিকা-সফর
জীবনের পাড়ায়-পাড়ায়|
কাড়া-নাকাড়ায় শুনি দুর্ভোগের তীক্ষ্ণ জয়োল্লাস!
আনতাবড়ি কাজগুলো দাঁড়িয়ে তখন কিছুদূরে,
হাসে ফিকফিক ফিকফিক- জ্বলুনিও বড় থাবড়ায়|
এবড়োখেবড়ো ভাবনাগুলো যে জবর আঁতুড়-সদন,
নয়ছয় ছয়লাপ কত ঘরে|
সমঝদার পৃথিবীতে সত্যিখানা গলাধঃকরণ করেও
ক্যামনে গলদগুলো পায়ে-টায়ে জড়ায়?
না-বুঝ্ মুহূর্তরা গা-জোয়ারিতে উন্মাদ-সখা-
তখন কূল-কিনারাহীন নদে অসহায় আজুল প্রাণ,
তখন শূন্যতার বিভঙ্গ নর্তনে এল হড়পা বান|
অমন ভাঙ্গনের অন্দরেও থাকি খাড়া অতি স্পর্ধায়
বাড়ায় যদি হাত মন-মাঝি!
দাঁড় বাইতে বাইতে বাইতে পৌঁছেও পারি যেতে
উত্থানের নয়া দরিয়ায় |


শ্রীরামপুর, হুগলী, পিনঃ ৭১২২০১,
পশ্চিমবঙ্গ, ভারত |

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান