অধ্যাপক যতীন সরকার এর ৮৫তম জন্মদিন আজ
অধ্যাপক যতীন সরকার এর ৮৫তম জন্মদিন আজ

শিক্ষাবিদ-গবেষক-সাহিত্যিক-প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারের ৮৫তম জন্মদিন আজ। কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালনের প্রস্তুতি নিয়েছে গৌরীপুরের যুগান্তর স্বজন সমাবেশ। এ ছাড়া বিকাল ৫টায় অনলাইনে নেত্রকোনা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন অধ্যাপক যতীন সরকার।

১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে এই গুণী মানুষটির জন্ম। যতীন সরকার ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের বাংলার শিক্ষক ছিলেন। সেখান থেকে ২০০২ সালে অবসরে যান। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল : সংস্কৃতির সংগ্রাম, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, গল্পে গল্পে ব্যাকরণ, মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব, দ্বিজাতিতত্ত্ব নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা, সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার, আমাদের চিন্তাচর্চার দিক-দিগন্ত, রাজনীতি ও দুর্নীতি বিষয়ক কথাবার্তা, ধর্মতন্ত্রী মৌলবাদের ভূতভবিষ্যৎ, পাকিস্তানের ভূতদর্শন, ভাষা সংস্কৃতি উৎস নিয়ে ভাবনা চিন্তা, প্রাকৃতজনের জীবনদর্শন, সত্য যে কঠিন এবং আমার রবীন্দ্র অবলোকন। কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি, প্রথম আলো, খালেকদাদ চৌধুরী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান