২০২০ এর অমর একুশের গ্রন্থ মেলায় পাওয়া যাবে সাম্প্রতিক বাংলা সাহিত্যের মেধাবী কবি নীহার লিখনের নতুন কাব্যগ্রন্থ ' পিনাকী ধনুক' বইটি আসছে বৈভব প্রকাশনী থেকে, মেলাকতৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে বৈভবের স্টল নাম্বারটি ৭১৮
কবি নীহার লিখন ইতোমধ্যে তার স্বকীয় সাবলীল একটি কাব্যভাষায় পাঠকের কাছে সুসংহত একটি স্থান করে নিয়েছেন, ইতোমধ্যে তার বেশ কিছু উল্লেখযোগ্য বই পাঠক সমালোচক মহলে বেশ সমাদৃতই, নাগরিক কোলাহল থেকে দূরে বসবাস করা এই কবি স্বাচ্ছন্দ্যবোধ করেন ছোট কাগজে লেখালেখি, যদিও দৈনিকের সাহিত্যপাতায়ও লিখে থাকেন সমান তালেই।
নীহার লিখন, তার কবিতায় খুব সরল একটা গল্প বলার ছলেই বলে ফেলতে পারেন খুব গভীর চিন্তাটিকে এবং তার সাথে খুব অর্থবহ আর চলমান জীবনের পরিপার্শ্ব থেকে তুলে আনেন চিত্রকল্প বা উপমা, তার কবিতার জগৎ কখনোই কোনো সংকীর্ণ ভূখণ্ডে আটকা নয়, একাধারে পুরাণ তা থেকে শুরু করে আজকের দিনের ঘটনাটিও যেনো তার চোখ এড়ায়না, এবং প্রকরণের ক্ষেত্রে বলতে গেলে তার কবিতা, প্রচলিত প্রকরণ রীতির কাছাকাছি থেকেই যেনো কোথায় একটু নিজস্বতায় বাঁক নিয়ে যায়, তার প্রথম কাব্যগ্রন্থ ব্রহ্মপুত্রে এই দিকটি খুব স্পস্টতই নজরে আসে যেখানে নীহার লিখন বিষয়ের দিক দিয়ে যেমন বেছে নিয়েছেন ব্রহ্মপুত্র, এবং আশ্রয়ে নিলেন মহাকাব্যিক একটা স্টাইল, সংগত কারণেই ব্যাবহার করলেন পরিমিত মিথ এবং ছন্দের যায়গাটায় খেললেন একটা ঘোর লালা মিথস্ক্রিয়া, যেখানে অক্ষরবৃত্তকে প্রায়শই ভেঙে ফেলতে ফেলতেই অবলীলায় দিয়ে গেলেন স্বরবৃত্তিয় দোলা!
এবং তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আমি আপেল নীরবতা বুঝিতে,সমসাময়িক ঘটানাবলীর গল্পগুলো, যেমনঃ ধর্ম, মাইক, একধরনের উট, ব্রহ্মাস্ত্র, সহ অসংখ্য কবিতাগুলোর পাশাপাশি দূরবর্তী অঅন্ত্যমিলের এবং কিছুটা স্বরপ্রধান একটি সিরিজ ' বাবার জন্যে কান্নাগুচ্ছতে তিনি তার কাব্য বৈচিত্র্যের শক্তিমত্তাটির পরিচয় বা স্বাক্ষর বেশ ভালোভাবেই রাখেন বলেই অধিকাংশ সিরিয়াস পাঠকের অভিমত, এবং আমি আপেল নীরবতা বুঝি বইটিতেই তার একটি সিরিজ ' পাঠশালা' একটি অনবদ্য মরমি ধাচের কাজ। এতো বিপুল সমাহার আর বৈচিত্র্যের কবিতা জগৎ একজন সমসাময়িক এবং আপাত অর্থে তরুণ এক কবির কাছ থেকে পাওয়ার বিষয়টি যেনো বাংলাসাহিত্যে আরো একটি নক্ষত্রের আবির্ভাবের সম্ভাবনাটিই, যা দেখছেন কবি নীহার লিখন'র মধ্যেই আজকের পাঠক, যদিও তার ব্যাপারে একটি অভিযোগ থেকে যায় যে, তিনি রাজনীতি নিয়ে তেমন একটা দায়িত্ব নেন না বলেই অনেকের এমন মনে হয়, কিন্তু এখানেও অভিযোগটি খারিজ হয়ে যায় তার প্রথম বই ব্রহ্মপুত্রের ১. নাম্বার কবিতাটি থেকেই, যেখানে তিনি বলেছেন অধিকার অন্বেষণের, পুজি বা সাম্রাজ্যবাদের নিষ্পেষণের মানুষকে ' দলছুট একলা মাছ'
এছাড়াও তার, মাইক, ধর্ম, ব্রহ্মাস্ত্র, তেতুল একটি সিমিলি সহ, ব্ল্যাকহোল ও পড়শিবাড়ির অজস্র কবিতায় তিনি খুন ইঙ্গিতেই যেনো প্রতিনিয়ত বলেছেন গভীর কথাটির কথা।
কবি নীহার লিখন'র কবিতা নিয়ে তাই পাঠকের একটা অন্যরকম আগ্রহ বরাবরই লক্ষনীয়, যা তাকে রীতিমতো ইর্ষার সন্মুখীন করে প্রায়শই, যদিও তিনি ব্যক্তিজীবনে একজন মফস্বল ভালোবাসা মানুষ এবং খুব নিজস্ব একটা জীবনরীতির, এবং পুরোদস্তুর কবির জীবন বলতে যা বোঝায় সেটিই তার, কবিতার বাইরে নীহার লিখন আর কোনো ব্রত রাখেন বলে মনে হয় না কারো, তার নতুন বই ' পিনাকী ধনুক ' যা এবারের মেলাতেও অনেকের আকর্ষণের কেন্দ্রে আছে বলেই প্রতীয়মাণ হচ্ছে, বইটি পাওয়া যাবে বৈভবের স্টলে, বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ