অমর একুশে বইমেলায় আবু সাঈদ তুলু এর নতুন বই বাংলাদেশের নাটকে বিউপনিবেশায়ন
অমর একুশে বইমেলায় আবু সাঈদ তুলু এর নতুন বই বাংলাদেশের নাটকে বিউপনিবেশায়ন

আবু সাঈদ তুলু একজন প্রতিশ্রুতিশীল বহুমাত্রিক লেখক। তিনি নানা আঙ্গিকে নিরীক্ষা করেন। তার চেতনায় ইতিহাস-ঐতিহ্যই প্রাধান্য পায়। নিয়মিত গবেষণা করেন, শিক্ষকতা করেন এবং লেখালেখি করেন। নাট্য সমালোচক হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।

এবারের একুশে গ্রন্থমেলায় নাটক বিষয়ে তার ভিন্ন এক নতুন  ধরনের বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম 'বাংলাদেশের নাটকে বিউপনিবেশায়ন'। প্রকাশ করেছে অয়ন প্রকাশন। বিউপনিবেশায়ন ভাবনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোতে সৃষ্টি। বিউপনিবেশায়ন হলো উপনিবেশের তৈরি রূপ—রীতি, করণ—কৌশল, অবয়ব বা বিদ্যমান বাস্তবতা থেকে মুক্তির প্রক্রিয়া। বিউপনিবেশায়ন মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং নিজস্বতা তৈরির প্রক্রিয়া। এ জ্ঞানকাণ্ডে উপনিবেশের আধিপত্যবাদ নির্মূল বা বিযুক্তিকরণ প্রক্রিয়ায় সাংস্কৃতিক, ঐতিহাসিক, রাজনৈতিক, আধ্যাত্মিক এবং অর্থনৈতিক নানা চিন্তা বা বিষয়ের চর্চা, প্রয়োগ ও ঐতিহ্যবাহী জাগরণকে বুঝায়। উপনিবেশ থেকে স্বাধীন হওয়া দেশগুলোতে বিউপনিবেশায়ন খুব জরুরি। তা না হলে ভূমির স্বাধীনতার অর্জন করলেও সাহিত্য—শিল্প—সংস্কৃতি উপনিবেশের অন্ধ অনুকৃতিতে আবর্তিত থাকে। ফলে প্রকৃত স্বাধীনতা অর্জন হয় না।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দি পার করেছে। কিন্তু আজো বাঙালি জাতিসত্তার আত্মপরিচয়মূলক রূপরেখা চোখে পড়ার মতো নয়। শুধু ভূমির নিজস্বতায় সন্তুষ্ট থাকা নয়, শিক্ষা—সংস্কৃতি ও মানস ক্রিয়ায় নিজস্বতা জরুরি। বাংলাদেশের শিল্প—সাহিত্যে বিউপনিবেশায়ন প্রক্রিয়া ধীরগতিতে ক্রিয়াশীল। কিন্তু সবকিছুর মধ্যে নাট্যকলা শাখাটি বিউপনিবেশায়ন প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে গেছে।

নাট্যকলা ধারায় উপনিবেশের ইতিহাসকে মিথ্যা প্রমাণিত করে, উপনিবেশের জ্ঞানতত্ত্বকে প্রত্যাখ্যান করে, হাজার বছরের ঐতিহ্যবাহী ধারাকে যে নিজস্ব নন্দনে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে তুলনীয় করা যায় তার ব্যাপক নিরীক্ষা হয়েছে। এ ধারার চর্চা ক্রমবর্ধমান। অতএব, নাট্যকলায় কীভাবে বিউপনিবেশায়ন এগিয়েছে তা অনুধাবন করলে সাহিত্য—শিক্ষা—সংস্কৃতির অন্য শাখাগুলোতে বিউপনিবেশায়ন ত্বরান্বিত হবে। এ গ্রন্থে সন্নিবেশিত প্রবন্ধগুলো বাংলাদেশে বিউপনিবেশায়ন ধারার নাট্যচর্চার ধরন—রূপরেখা—প্রক্রিয়া—পদ্ধতি বুঝতে সাহায্য করবে।

পাওয়া যাচ্ছে- ‘অয়ন প্রকাশন’ স্টল নং - ৪৬০, ৪৬১, ৪৬২, ৪৬৩। সোহরাওয়ার্দী উদ্যান, একুশে বইমেলা-২০২৫। মূল্য : ৩৬০টাকা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান