কবি : আনিসুল হক
বাসাবাসির সমীকরণ
আমি কাউকে কাউকে বেসেছিলাম, তারা আমাকে বাসে নাই ।
তারা আজকে যে কে কোথায় ছড়িয়ে, সেই সব দিন মনে পড়লে হাসি পায় ।
আমাকেও কেউ কেউ বেসেছিল, আমি বাসি নাই ।
তারা নিশ্চই আরো অনেকেই বেসেছিল ।
আমার কথাও তারা মনে করে আজ হাসা হাসি করে ।
আমি কাউকে কাউকে বেসেছিলাম, বলতে সাহস পাই নাই ।
আমাকেও কেউ কেউ বেসেছিল, বলতে সাহস পায় নাই ।
যারা যারা আমাকে বেসেছিল, বলতে সাহস পায় নাই ।
তাদের কাউকে কাউকে আমিও বেসেছিলাম, বলতে সাহস পাই নাই ।
আমি তাকে বেসেছিলাম, সেও আমাকে বেসেছিল ।
শুধু যোগাযোগটা তখন হয়ে ওঠে নাই।
পরে যখন আমি জানলাম, যে সেও আমাকে...
ততক্ষণে পালে হাওয়া লাগিয়াছে, জগতে কে কাহার ।
সেও যখন জানলো, আমিও তাকে...
ততক্ষণে বিমান 'জে এফ কে' তে ল্যান্ড করেছে ।
কি আছে দুনিয়ায়...
আমি কাউকে কাউকে বাসি নাই, তাদের নিয়ে আমি চিন্তিত না ।
আমাকেও অনেকে বাসে নাই, আমাকে নিয়েও তারা চিন্তিত না ।
আমি যাকে বাসি, সে আমাকে না, কি আর করা !
আমাকে যে বাসে, আমি তাকে না, ধরাকে সরা...
কিন্তু আমাকে যে বাসে, আমি জানি না ।
আমি যাকে বাসি, সে জানে না ।
এইরুপ কি আছে ?
না থাকলে কথা নাই ।
থাকলে কি বিধান ?
আজকে কোনো বিধান নাই,
তবে আগামীকালের জন্য পুরা বেপারটা, আবার প্রথম থেকে পড়ে নিলেই চলবে ।