বইয়ের প্রচ্ছদ ও কবি
ইসমত শিল্পী। পেশাগতভাবে একজন আইনজীবি হলেও অপদমস্তক তিনি সাহিত্যের মানুষ। চমৎকার সৃজন-মননে মধ্য দিয়ে আমাদের সাহিত্যের ভুবনে তিনি আলো ফেলে চলেছেন। এই অঙ্গনে একজন প্রগতিশীল ভাববাদী কবি হিসেবেই ইসমত শিল্পী অধিক পরিচিত।
যদিও কবিতার পাশাপাশি সাহিত্যের অন্যান্য অলি-গলিতেও তার রয়েছে সরব বিচরণ। লিখছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং চিঠিকাব্যসহ সাহিত্যের নানা বিষয়ে। তার লেখায় রয়েছে এক ধরনের মুগ্ধতা ও রয়েছে নিজস্ব একটা ঢংও। সম্প্রতি তার সম্পাদনায় শুরু হয়েছে সমকালীন সাহিত্যের ভিন্নধর্মী প্রকাশনা ‘নান্দিক’।
গত কয়েক বছর ধরে অমর একুশে গ্রন্থমেলায় কবিতা বা গল্পগ্রন্থ নিয়ে পাঠকদের ঋদ্ধ করেন কবি ইসমত শিল্পী। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের গ্রন্থমেলায় তিনটি নতুন বই নিয়ে হাজির হলেন সময়ের জনপ্রিয় এই কবি ও লেখক।
সৃজনশীল প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী এবারের গ্রন্থমেলায় প্রকাশ করেছে ইসমত শিল্পীর মনোভাবনায় অনুরণিত পত্রকাব্যের সংযোজনে নতুন বই ‘কথাগুলো কথা হোক’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অমর একুশে গ্রন্থমেলার শহিদ সোহরাওয়ার্দী উদ্যান অংশে বইটি পাওয়া যাচ্ছে শিখা প্রকাশনীর ৫৭৬-৫৭৯ নং স্টলে।
এবারের গ্রন্থমেলায় ইসমত শিল্পীর দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধ প্রকাশ। যার মধ্যে ‘বিকল্প ক্ষত’ শিরোনামে বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। এবং ‘কুয়াশার দিনলিপি’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অমর একুশে গ্রন্থমেলার শহিদ সোহরাওয়ার্দী উদ্যান অংশে গ্রন্থ দুটি পাওয়া যাচ্ছে শুদ্ধ প্রকাশের ৩৯৮ নং স্টলে।