কথাশিল্পী মহিবুল আলম এর জন্মদিন আজ
কথাশিল্পী মহিবুল আলম এর জন্মদিন আজ
নব্বই দশকের কথাসাহিত্যিক মহিবুল আলম। জন্ম- সিলেটের গোবিন্দগঞ্জে। পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগর সদরের কাজীবাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর মহিবুল দীর্ঘদিন ধরে প্রবাসী। প্রায় আঠারো বছর নিউজিল্যান্ডে বসবাস করে বর্তমানে থিতু হয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘তিথিক্ষয় ও আকাশগঙ্গা’। দ্বিতীয় গল্পের বই ‘নদীবান ও কষ্টের পাঁচ আঙুল’। প্রথম উপন্যাস ‘কাঁচাজল’। গ্রামীণ প্রেক্ষাপটে লেখা। এরপর প্রেম-ভালোবাসা, রাজনীতি ও ইতিহাস, নগর জীবনের বহুবিধ সংকট, প্রবাসজীবন ও ভ্রমণ নিয়ে বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন তিনি। এগুলোর মধ্যে ‘ঈশ্বর’ নামে একটি নিরীক্ষাধর্মী উপন্যাসও আছে। যে উপন্যাসে চরিত্রগুলোর কোনো নাম নেই। শুধুমাত্র ভাববাচ্যে লেখা। তাঁর সবচেয়ে আলোচিত উপন্যাস 'তালপাতার পুথি-১’ ও ‘তালপাতার পুথি-২'। যা পরবর্তীতে পরিমার্জিত অখণ্ড সংস্করণ বের হয়েছে। বঙ্গবন্ধুর জীবনকেন্দ্রিক বিশাল পরিসরে রচিত এ আখ্যান সচেতন পাঠকমহলে অভিনন্দিত হয়েছে।
প্রথম গল্পগ্রন্থ ‘তিথিক্ষয় ও আকাশগঙ্গা’র জন্যে পেয়েছেন বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প পুরস্কার (১৯৯৮)। বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেট ও বাংলাদেশ সোসাইটি নিউজিল্যান্ড ইনকর্পোরেট-এর যৌথ আয়োজনে লাভ করেছেন প্রবাসী সাহিত্যিক সম্মাননা পুরস্কার (২০১৩)। বাংলাদেশ অ্যাসোসিয়েশন গোল্ড কোস্ট ইনস দিয়েছেন লেখক সম্মাননা ও বিশেষ পুরস্কার (২০২১)। এছাড়া 'তালপাতার পুথি' উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্যদিগন্ত পুরস্কার (২০২০) ও দৈনিক বাঙালিকণ্ঠ পুরস্কার (২০২০)।
দীর্ঘ প্রবাসজীবনে অর্জন করেছেন বহুবর্ণিল অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার আলোকে দেশ ও দেশের মানুষকে কেন্দ্রে রেখে তার নিরন্তর সাহিত্য-সংগ্রাম।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান