কথাসাহিত্যিক : জাকির তালুকদার'র জন্মদিন
কথাসাহিত্যিক : জাকির তালুকদার'র জন্মদিন

[ কথাসাহিত্যিক : জাকির তালুকদার।

জাকির তালুকদারের জন্ম ১৯৬৫ খ্রিস্টাব্দের ২০-ই জানুয়ারি, নাটোর জেলার আলাইপুরে। পেশায় চিকিৎসক। উচ্চতর শিক্ষা নিয়েছেন স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা। পেশা জীবনের বাইরে সাহিত্য চর্চাকেই তিনি ধ্যান-জ্ঞান মনে করেন। নব্বই দশকে তাঁর উজ্জ্বল উপস্থিতি জানান দেয় বাংলাসাহিত্যের একজন উল্লেখযোগ্য কথাসাহিত্যিক হিসেবে। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, কিশোর সাহিত্য, অনুবাদ, সম্পাদনা, সবমিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩২ টি। ‘কুরসিনামা’ উপন্যাসের জন্য ২০০১ সালে তিনি ‘কাগজ কথাসাহিত্য’ পুরস্কার পান।

এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ‘ঘরোয়া সাহিত্য সম্মাননা-২০০৫’, নাটোর থেকে ‘মহারানী ভবানী সাহিত্য পদক-২০০৮’, ‘বগুড়া লেখকচক্র পুরষ্কার-২০০৯’ ‘মুসলমানমঙ্গল’ উপন্যাসের জন্য চিহ্ন সম্মাননা-২০১১ এবং ‘পিতৃগণ’ উপন্যাসের জন্য ‘জেমকন সাহিত্য পুরস্কার-২০১২’ পান। কথাসাহিত্যে পান বাংলা একাডেমি পুরস্কার। 


স্বাধীনতা-উত্তরকালে যে কয়েকজন কথাসাহিত্যিক নিজের জাতিগোষ্ঠীর প্রতি তীব্র বিবেচনা ও দায়িত্ববোধ থেকে রচনা করেছেন সাহিত্য, ভাষানির্মাণ করেছেন মানুষের প্রতি দরদ দিয়ে; সেই হাতেগোনা সিরিয়াস সাহিত্যিকদের একজন তিনি।

তার জন্মদিনে সাহিত্য বার্তার পরিবারের পক্ষ থেকে জানাই একরাশ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ।




সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান