ছবিতে : শিহাব শাহরিয়ার
আজ ২০ মার্চ, ব্রহ্মপুত্র পাড়ের কৃতি সন্তান শিহাব শাহরিয়ারের জন্মদিন।
১৯৬৭ সালের আজকের এই দিনে শেরপুরে জন্মগ্রহণ করেন তিনি।
শিহাব শাহরিয়ার একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, ছোটকাগজ সম্পাদক ও
উপস্থাপক। গল্প দিয়ে তাঁর লেখালেখি শুরু। এরপর কবিতা, প্রবন্ধ।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ‘হাওয়ায় রাত ভাসে ভাসে নিদ্রা’, ‘ফড়িঙের পাখা
পোড়ে’, ‘নদীর তলপেট ফোঁড়ে উড়ে যায় রোদ’, ‘আমি দেখি অন্য আকাশ : নির্বাচিত
কবিতা’, ‘যখন ভাঙে নক্ষত্র’, ‘মাতাল মেঘের ওড়াউড়ি’। গল্পগ্রন্থ- ‘ঘাটে
নদী নেই’। প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ‘নরম রোদের আলোয়’। এছাড়া রয়েছে চারটি
গবেষণাগ্রন্থ। এগুলো হলো– ‘বাংলাদেশের পুতুলনাচ’, ‘বাংলাদেশের হাজং
জনগোষ্ঠী’, ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শেরপুর’ সম্পাদিত
ছোটকাগজ ‘বৈঠা’। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি এবং বাংলা ভাষা ও
সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সাংবাদিকতা দিয়ে
কর্মজীবন শুরু করা ড. শিহাব শাহরিয়ার বর্তমানে জাদুঘরে কর্মরত রয়েছেন।