কবি ও প্রবন্ধকার সরদার মোহম্মদ রাজ্জাক এর জন্মদিন আজ
কবি ও প্রবন্ধকার  সরদার  মোহম্মদ রাজ্জাক এর জন্মদিন আজ

১৯৪৭ খিষ্টাব্দের ০১ নভেম্বর সরদার মোহম্মদ রাজ্জাক কুড়িগ্রাম শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শহরেই তার কৈশোর এবং তারুণ্য অতিক্রান্ত হয়েছে। তার স্কুল জীবন শুরু হয় কুড়িগ্রাম শহরেরই একটি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রাথমিক বিদ্যার পাঠটি সম্পন্ন করবার পর কুড়িগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে তার শিক্ষার পরবর্তী ধাপটি শুরু হয়। এবং সে বিদ্যালয় থেকেই তিনি ১৯৬৩ খ্রিষ্টাব্দে এস এস সি পাশ করেন। ১৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি কুড়িগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেন।  দারিদ্র্যের কারণে তার উচ্চ শিক্ষা গ্রহণের আকাক্সক্ষাটি পূরিত হয় নি। স্কুল জীবন থেকেই তিনি দারিদ্র্যের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত। কিন্তু এই দারিদ্র্য তার লেখালেখির স্পৃহাকে কোনভাবেই প্রভাবিত করতে পারেনি। স্কুল জীবন থেকেই তিনি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের ওপর লেখালেখি শুরু করেন। স্কুল জীবন থেকে কলেজ জীবন পর্যন্ত তিনি কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক এবং সাহিত্য সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন। ইতোমধ্যেই তিনি একটি কাব্য-নাটক সহ ১০ টি ( দশটি)  নাটক, গল্প, প্রবন্ধ, কবিতা, গীত এবং রাজনৈতিক নিবন্ধ রচনা করেন যা বিভিন্ন জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। নাটকগুলি কুড়িগ্রাম এবং কুড়িগ্রামের বাইরেও মঞ্চস্থ হয়েছে। এখনও তিনি অবিরাম লিখে চলেছেন এবং নাটক নিদের্শনার কাজটিতে নিজেকে ব্যাপৃত রাখবার চেষ্টা করে চলেছেন।

ইতিমধ্যে তার একটি সমাজিক উপন্যাসপ্রাণহীন প্রতিকৃতিএবং একটি সাহিত্য প্রবন্ধ গ্রন্থআত্মদার্শনিক প্রেক্ষিতে কবিতার অবস্থান২০১৭ খ্রিষ্টাব্দের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। ছাড়াও তার আরও দুটি গ্রন্থ ০১. ‘প্রভূগৃহ’ ( সামাজিক উপন্যাস) এবং ০২. ‘ সুখের বসতি অনেক দূর’ ( গল্প গ্রন্থ) ২০১৮ খ্রিষ্টাব্দের একুশে বই মেলায় প্রকাশের অপেক্ষায় রয়েছে। আরও একটি কাব্য গ্রন্থআক্রান্ত নীলাচলএর গ্রন্থনা সম্পন্ন হয়েছে।  

তিনি জাতীয় এবং স্থানীয় পর্যায়ে অসংখ্য পূরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। জাতিয় পর্যায়েনাট্যকলায় সর্বাঙ্গিণ অবদানের স্বীকৃতিস্বরূপজেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৩লাভ করেছেন। ছাড়া স্থানীয় ঘএঙ-সহ বিভিন্ন সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন তাকে বিপুল সম্মানে সম্মানীত করেছে। তিনি সরাসরি প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করলেও পরোক্ষভাবে একটি সাংস্কৃতিক সংস্থার সদস্য হিসেবে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাম্প, ভারতে আশ্রিত শরণার্থীদের ক্যাম্পে যুদ্ধ চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ-নাটক অনুষ্ঠিত করে মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদেরকে সাহস এবং উদ্দীপনা যুগিয়েছেন।

সরদার মোহম্মদ রাজ্জাক এর রচনা সমূহ         

নাটকঃ     

০১.অথবা অরিন্দম     

০২.প্রতীক যেও না।                              

০৩.এ্যাবসেন্ট ফিলোসফি।                                           উপন্যাস

০৪.অর্পিতার চোখে জল।                                            ১১. প্রাণহীন প্রতিকৃতি        

০৫.জ্বলন্ত বর্ণমালা।                                                   সাহিত্য প্রবন্ধ

০৬.সুমনের বোন নেই।                                               ১২.আত্মদার্শনিক প্রেক্ষিতে কবিতার অবস্থান ( সাহিত্য প্রবন্ধ গ্রন্থ)

০৭.রক্তাক্ত স্বাক্ষর।                                                    ১৩. রাজনীতি ( রাজনৈতিক প্রবন্ধ)

০৮.অতৃপ্ত পিপাসা।

০৯.ডঃ শোভন লাল।

১০.অলৌকিক লোকালয়।(কাব্য নাটক       

কাব্য গ্রন্থ

১৪. আক্রান্ত নীলাচল

গল্পগ্রন্থ                                   

১৫.সুখের বসতি অনেক দূর ( গল্প সমূহ প্রকাশের অপেক্ষায়)

 

২০১৮ খ্রিষ্টাব্দের একুশে বই মেলায় প্রকাশের অপেক্ষায়

উপন্যাস

প্রভূগৃহ (একটি সামাজিক উপন্যাস)

গল্প গ্রন্থ

সুখের বসতি অনেক দূর ( গল্প সমূহ)


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান