কবি
রহিমা আখতার কল্পনা ৭ আগস্ট ১৯৬২, কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত ইউনিয়নের
নান্দলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁকে বিবেচনা করা হয় যথাযথ প্রকরণসিদ্ধ
বাংলা হাইকু রচনার অন্যতম পথিকৃৎ হিসেবে। কবি পরিচয়ের বাইরেও তিনি একাধারে
লেখক গবেষক, সম্পাদক, আবৃত্তিকার, উপস্থাপক এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের
এক সময়ের বাংলা সংবাদ পাঠক। তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত।
পিতা
: মোঃ আবদুল মোতালিব ভূঁইয়া (মরহুম)। মাতা : আনোয়ারা বেগম। সাত ভাই দুই
বোনের মধ্যে রহিমা আখতার কল্পনা তৃতীয়। স্বামী : জগদীশ চন্দ্র পান্থ।
বিশিষ্ট কূটনীতিবিদ। একমাত্র পুত্র অভিনেতা ও কণ্ঠশিল্পী দেবাশিস কায়সার।
রহিমা
আখতার কল্পনা এস.ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে ১৯৭৭
সালে এসএসসি পাস করেন। এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে কিশোরগঞ্জ জেলার
মধ্যে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। ইডেন গভর্নমেন্ট গার্লস
কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বাংলা
ভাষা ও সাহিত্যে। তিনি ১৯৮২ সালে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার
করে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লোকসাহিত্য বিষয়ে
ভারতের কেন্দ্রীয় সরকার প্রদত্ত ICCR (Indian Council for Cultural
Relation) বৃত্তিপ্রাপ্ত পিএইচডি (PhD) গবেষক তিনি।
রহিমা আখতার কল্পনা ‘ইছামতি কলেজ’ গালিমপুর, নবাবগঞ্জ-এ বাংলা সাহিত্যের
প্রভাষক হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন । কিছুদিন পরে ‘দোহার
নবাবগঞ্জ’ ডিগ্রী কলেজে অল্পসময় শিক্ষকতা করে ১৯৮৯ সাল বাংলা একাডেমির
ফোকলোর উপবিভাগে কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
বর্তমানে বাংলা একাডেমীর 'ফোকলোর, মিউজিয়াম ও আর্কাইভস' বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত।
এর
আগে তিনি একাডেমি কতৃক প্রকাশিত শিশুকিশোর পত্রিকা ‘ধানশালিকের দেশ’-এর
নির্বাহী সম্পাদক এবং সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার’-এর নির্বাহী সম্পাদক
হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন।
আশির
দশক থেকে নিয়মিত লেখালেখি করছেন। তবে প্রথম লেখা ছাপা হয় ১৯৭৫ সালে এস.ভি.
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একুশের বিশেষ ম্যাগাজিনে (কবিতা)। এ
পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ২৮টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ১২টি।
প্রকাশিত গ্রন্থসমূহ :
* বেনোজলে বেহুলার ভেলা (কাব্য ১৯৯৩, ঢাকা প্রকাশন);