কবি শামীম রেজার জন্মদিন
কবি শামীম রেজার জন্মদিন

কবি : শামীম রেজা


আজ ৮ মার্চ। আজ কবি শামীম রেজার জন্মদিন। ১৯৭১ সালের আজকের তিনি  জন্মগ্রহণ করেন।

তাঁর কবিতার বিশেষত্ব, তিনি মানভাষার সঙ্গে আঞ্চলিক ও কথ্যভাষারও মিল ঘটিয়েছেন। এক্ষেত্রে তিনি ক্রিয়াপদের প্রচলরীতির ব্যত্যয় ঘটিয়ে সম্বন্ধ ও সম্বোধন পদের ব্যাকরণগত রীতি ভেঙে দিয়েছেন। আবার ইতিহাসের সঙ্গে মিথ এবং বাস্তবতার সঙ্গে রূপকথা-উপককথার যোগসূত্র স্থাপন করতে গিয়ে যতটা কল্পনার আশ্রয় নিয়েছেন, ততটা অভিজ্ঞতা থেকেও আহরণ করেছেন। একইসঙ্গে গ্রামীণ পটভূমি-শহুরে চিত্রের সম্পর্ক স্থাপন করে দেখিয়েছেন, স্থানিকসীমারেখা ও সংস্কৃতি মানবজীবনে বিশেষ প্রভাব ফেলে।  ছন্দ-অন্ত্যমিল ও অনুপ্রাসের ক্ষেত্রে অক্ষরবৃত্তের চাল বজায় রেখে টানাগদ্যে প্রবহমান রেখেছেন প্রায় কবিতা। অন্ত্যমিল বর্জন করেছেন, নিরূপিত ছন্দকে গ্রাহ্য করেননি। একইসঙ্গে অন্ত্যমিল ও অনুপ্রাসও তার কাছে ন্যূনতম গুরুত্ব পায়নি।
শামীম রেজা স্বাধীন বাংলাদেশের সমানবয়সী। ফলে তার বেড়ে ওঠা, ওই সময়কার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বলয়ের সঙ্গে তাঁর গড়নেও কিছু প্রভাব রয়েছে। অর্থাৎ এক অস্থির সময়ের ভেতর দিয়ে তিনি বেড়ে উঠেছেন। এরপর দেখেছেন সামরিক শাসন, সামরিক শাসকের পতন। উত্তর নব্বয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন। মূলত কবি শামীম রেজার আবির্ভাবও এর পর থেকে। তাঁর কবিতা চর্চার শুরুর কালে অগ্রজরা মূলত উচ্চস্বরের কবিতা রচনায় নিবিষ্ট হয়েছিলেন।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো—‘পাথরচিত্রে নদীকথা’, ‘নালন্দা দূর বিশ্বের মেয়ে’, ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে’ ও ‘ব্রহ্মাণ্ডের ইসকুল’।

কবিতায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার।

কবি শামীম রেজার জন্মদিন উপলক্ষে সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান