কাজী আতীকের কয়েকটি কবিতা
কাজী আতীকের কয়েকটি কবিতা
প্রতিসম বিভ্রম

আধ খোলা চোখ- দৃষ্টি সলাজ নতমুখ,
যেমন আধ ফোটা ফুল- পাপড়ি উন্মুখ
আভাস যদি বিকশিত হওয়ার,
সমর্পণ উৎসুক যেনো সান্নিধ্য সংযোগ জানার,
পূর্বাভাস অনিবার্য নয় যসিও-
তবু জানা যায় আগাম কিছু সম্ভাবনার খোঁজ।
কিছু হয়তো হামলে পড়ে অকস্মাৎ,
কিছু আবার এক ধারাবাহিক প্রক্রিয়া-
কিছু কেবল বিনাশী স্পর্শ হয়ে সংলগ্ন হৃদয়ে,
অথচ জানে সবাই- সব মেঘে বৃষ্টি হয় না,
কেবল কিছু মেঘ বৃষ্টি হয়ে ঝরে অঝোরে,
সব স্বপ্ন উড়ান ফলপ্রসু হয়না যেমন,
তেমনি কিছু প্রেম কেবলই দহন হয়ে অনুভবে,
তারপরও আমাদের কষ্ট সুখের গল্পগুলো
সমর্পণ উৎসুক এক সান্নিধ্য সংযোগ হয়তো,
অভিকেন্দ্র অভিমুখে মলয়ার প্রশান্তি ছোয়া পেতে
সংকলিত শোভন অনুধাবন অবশেষ প্রেমে
বিরল ঘেরটুপ সাজিয়ে কেবল এক অতন্দ্র প্রতীক্ষা।

পরচ্ছন্দ যাপন মানুষের

মানুষের জন্য কেবল অসহায় সমর্পণই নির্ধারিত,
অথচ মানুষ তা’ কি মানতে চেয়েছে কখনো?
যতক্ষণ না সে নিজে নিদান সময়ে হয়েছে উপনীত,
যদিও মানা না মানা তখোন কি কিছু যায় আসে আর?
অতঃপর কেবলই এক নিরবচ্ছিন্ন পরচ্ছন্দ যাপন।
অতএব হে মানুষ! কিসের আবার অহংকার তোমার?

সমুদ্রে জাহাজ জট!

উড়ান কিংবা অবতরণ জট কখনো কখনো শুনা যায় যদিও
আকাশে বিমানজট শুনা যায়নি এখনো, এর সম্ভাবনাও নেই হয়তো,
সড়কে যানজট এক নৈমিত্তিক ব্যাপার যদিও, রেলজট হয়নি কখনো,
তবে ইদানীং আনকোরা এক জটের খবরে- বিষ্ময়ে হতবাক পৃথিবী
‘জাহাজজট'এ ছয়দিন বিশ্বের সমুদ্র পরিবহন প্রায় অচল হয়ে আছে,
সমুদ্র পথেও জট! কথাটা অবিশ্বাস্য মনে হলেও ঘটনা ঘটেছে ঠিকই।
বিশ্ব বাণিজ্যের কৃত্রিম ধমনি সুয়েজখাল পারাপারের সময়
চারশো’ মিটার দৈর্ঘের বিশ্বের বৃহিত্তম পরিবহন জাহাজ ‘এভার গিভেন’,
ঝড় তাণ্ডবের তোড়ে খেই হারিয়ে আড়াআড়ি আটকে পড়ে আছে
আর তারই দুপাশে লেগে আছে বিস্ময়কর এই জাহাজজট,
মোট সমুদ্র পরিবহনের ১২ ভাগ এই পথেই পৃথিবীর, তাই নিশ্চিত
অবশ্যম্ভাবী বাণিজ্যজট এড়াতে প্রয়োজন বাইপাস দ্রুততম সময়ে,
সুয়েজ! চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো আবারও, হায়রে মানুষ!
কেবলই এক দাম্ভিক ফানুস, কতো অসহায় এক জীব প্রকৃতির কাছে।

নীল জ্যোৎস্নায় ছাওয়া

রুদ্ধ দুয়ার, বন্ধ কপাট অস্বচ্ছ কাঁচের আড়াল
তাই হয়তো দেখা যায়না ওপারের কিছু,
তবে স্পষ্ট বুঝা যায় কেউ ওখানে আছে প্রশস্ত বারান্দায়-
সে বসে আছে যেমন সে দাঁড়িয়েও আছে একই সাথে,
সে হাঁটছে, দৌড়চ্ছে, সে আবার ঘোড়ার পিঠেও সওয়ার
আর চারপাশে তাঁর অপার্থিব এক নীলাভ নীরব উদ্ভাস
যেমন নীল জ্যোৎস্নায় ছাওয়া কোনো তেপান্তরের মাঠ
সেই মাঠ পেরিয়ে ঘোড়সোয়ারি এই এক একা রাজকুমার।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান