গাফফার মাহমুদের কবিতাগুচ্ছ
গাফফার মাহমুদের কবিতাগুচ্ছ

মাদুলি

রাত্রির মাদুলি খোলে
মায়াবী চাঁদ

জলজ শরীর
তরঙ্গ নৃত্যমান

জল ভাঙে
       |
স্রোতস্বিনী চাঁদ

সলতে আঁটা মোম
মাদুলি ঢাকা

( দ্রবীভূত )
        |
কুহকপাখি স্পর্শে
হেসে ওঠে ভোর।

                      

জীবনের প্রবাদ

মোহগ্রস্ত শব্দ খেলায় মেতেছি দিনমান
বিস্তর পড়েছি প্রকৃতিপৃষ্ঠার পত্র-বিহঙ্গ-লতা
কতো হেটেছি অচেনা গ্রাম, ধুলোময় পথ ;

লোভে মজিনি কখনো শঠতার ফাঁদে
উদ্বাস্তু থেকেছি যা প্রকৃত করেছি ধারণ
জীবন শকটে চলছি সহজিয়া শব্দের দ্বৈরথ।

কি আর করেছি জমা, কবিতা-ভাবনা ছাড়া
শব্দ খেলার সুইজব্যাংকে মজুদ রেখেছি কথা
আমি কবি ; বিস্তর জমিয়েছি কবিতাসম্পদ ;

চেয়ার ছিলো রেইন্ট্রিতক্তার ছাউনি ওটাই সম্বল
সুলেখা কালিতে লিখেছি কতো জীবনের পুঁজি
কখনো খুঁজিনি ব্যস্ততায় জীবনের প্রবাদ।

ভুল প্রেম, ভুল মশগুল

যতই ভাবি সুনন্দ আপন, প্রাণের অধিক
ভালবাসাবাসি কয়েক প্রস্থ্য আকর্ষিত প্রেম
তোমার সম্পর্কগুলো নিছক বিঁধছিলো সুঁই

কাঁটা ফেলে যদি দেই ফুল
তুমি তখন কথায় ফোঁটাও হুল

প্রেম বুঝি কাঁটার অন্তরালে ; ভেবে হই মশগুল
তোমাতে চোখ পড়লেই বলো, ' ভুল এসব ভুল '!

                   
অন্তর্জাল উন্মাদনা

চোখস্বভাবে নিত্য দেখো অন্তর্জালিক নগ্নশরীর ভাঁজ ;
কাম উন্মাদনে মজে নন্দনে কবিতা পড়ছোনা আজ!

                  

 কদাচার

শিল্পের উঠোনে ময়লাদুর্গন্ধযুক্ত কদাচার
ধানলক্ষ্মীবউ ভুলে গেছে গোবরলেপা দিন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান