অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি মুহাম্মদ মুহিদের কবিতাগ্রন্থ "কতিপয় কথার মঞ্জুরি"।পাওয়া যাচ্ছে অনার্য স্টল নম্বর ৩০৮-৩০৯-৩১০।কবি মুহাম্মদ মুহিদ কবির খানের ৪র্থ একক কাব্য এটি।"পংতি স্বজন" নামের একটি যৌত কাব্য প্রকাশিত হয়েছে।
কবির অন্যান্য কবিতার বইগুলি হলো মানবতার মুক্তি,মুক্তিযুদ্ধের কাব্য ও সহজ ফুলের পাপড়ি।