চন্দ্রমল্লিকা মূলঃ মাহমুদ দারবিশ অনুবাদঃ অরণ্য আপন
চন্দ্রমল্লিকা মূলঃ মাহমুদ দারবিশ অনুবাদঃ অরণ্য আপন

ঘোড়া কবিতা নিয়ে পড়ে যায় এবং গালীলে নারী প্রজাপতি আর শিশিরে সিক্ত হয়ে যায় যে

চন্দ্রমল্লিকা ফুলের ওপর নাচছিল।

তুমি আর আমি, আমি আর তুমি,

আমাদের দুজনের অনুপস্থিতি মানে একজনের অনুপস্থিতি।

এক জোড়া শাদা কবুতর ওক গাছের ডালে বসে প্রেম করছে।

ভালোবাসা নেই,

কিন্তু আমি আদি প্রেমের কবিতা ভালোবাসি যা ধোঁয়া থেকে অসুস্থ চাঁদকে বাঁচায়।

আমাদের ভালোবাসা উদযাপন করার জন্য কোনো আধুনিক ভাষা অবশিষ্ট নেই,

ঘোড়া আমার কবিতা নিয়ে রক্তাক্ত হয়ে পড়ে যায় এবং আমি রক্তাক্ত হই ঘোড়ার রক্তে।।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.