ছড়াকার, উপন্যাসিক, গবেষক ও সম্পাদক বিকাশ সরকারের জন্মদিন আজ ।
ছড়াকার, উপন্যাসিক, গবেষক ও সম্পাদক  বিকাশ সরকারের জন্মদিন আজ  ।

প্রবীর বিকাশ সরকারের জন্ম ১৯৫৯ সালের ২০ ডিসেম্বরবাংলাদেশের সিলেট জেলারসুনামগঞ্জে

তার সাহিত্য চর্চার সূচনাকাল ১৯৭৬ সালে চাঁদের হাট সংগঠনের সাহিত্য সম্পাদক থাকাকালীন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এম.এ.ডিগ্রির ছাত্র থাকাকালীন জাপান গমন (১৯৮৪।)
১৯৯১ সালে জাপানে প্রথম বাংলা ম্যাগাজিন মাসিক মানচিত্র প্রকাশ ও সম্পাদনার পাশাপাশি সম্পাদনা করেন অনিয়মিত ট্যাবলয়েড আড্ডা টোকিও। ২০০৩ সালে প্রকাশ করেন পরীক্ষামূলক ত্রৈমাসিক মিনি কাগজ অন্যচিত্র। ১৯৯৪ সালে গঠিত মুক্তচিন্তা ও সৃজনশীল পাঠচক্র ‘আড্ডা টোকিও’র প্রতিষ্ঠাতা পরিকল্পক। ১৯৯৮ সালে গঠিত ‘সাংবাদিক-লেখক ফোরাম জাপান’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বর্তমানে য়োকোহামাস্থ ‘জাপান-বাংলা অ্যাসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক।

এছাড়া কলকাতায় প্রতিষ্ঠিত ‘ভারত-জাপান সংস্কৃতি কেন্দ্র’ এর সঙ্গে সংশ্লিষ্ট।

২০০৪-৫ সালে ছিলেন জাপানের প্রাচীন তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক। লিখছেন ‘ইতিহাস আছে ইতিহাসে নেই’, জাপানে রবীন্দ্রচিহ্নের সন্ধানে গবেষণামূলক ইতিহাসগ্রন্থ।
প্রকাশিত গ্রন্থসমূহ: উদোর পিন্ডি বুধোর ঘাড়ে (রাজনৈতিক ছড়া), মানচিত্র পাবলিশার্স, জাপান, ১৯৯৫। অবাক কান্ড (শিশুতোষ ছড়া), বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা, ২০০২। তালা (উপন্যাস), স্বরব্যঞ্জন, ঢাকা, ২০০৫। জানা অজানা জাপান (প্রবন্ধ, ১ম খন্ড), মানচিত্র পাবলিশার্স বাংলাদেশ, ২০০৮। জানা আনজানা জাপান (হিন্দি), দেশ প্রকাশন, দিল্লী, ভারত, ২০০৮। জানা অজানা জাপান (প্রবন্ধ, ২য় খন্ড), মানচিত্র পাবলিশার্স বাংলাদেশ, ২০০৯। জাপানের নদী নারী ফুল (প্রবন্ধ), দশদিক, বাংলাদেশ, ২০০৯। রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাপান: শতবর্ষের সম্পর্ক (প্রবন্ধ), বিবেকবার্তা, জাপান, ২০১১। Rabindranath Tagore: India-Japan Cooperation Perspectives (Collection of Essays), India Center Foundation Japan, 2011.
জাপানে গণিকা সংস্কৃতি, চৈতন্য, ২০১৫।

ইতিহাস গবেষক প্রবীর বিকাশ সরকারের জন্মদিন উপলক্ষে সাহিত্যবার্তার পক্ষ থেকে শ্র্রদ্ধা ও একরাশ শুভেচ্ছা

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান