জাপানে অজস্র রবীন্দ্রনাথ - প্রবীর বিকাশ সরকার
জাপানে অজস্র রবীন্দ্রনাথ - প্রবীর বিকাশ সরকার

 ছবি: ১৯২৪ সালে জাপানে রবীন্দ্রনাথ

ওওকুরায়ামা কিনেনকান বাংলায় যার অর্থ ওওকুরায়ামা স্মৃতিভবনপ্রতিষ্ঠা করেছিলেন শিক্ষাবিদ, গবেষক ও শতবর্ষপ্রাচীন তোওয়োও বিশ্ববিদ্যালয়ের আচার্য ড.কুনিহিকো ওওকুরা ১৯৩২ সালে বন্দরনগরী য়োকোহামার ওওকুরায়ামা পাহাড়ের উপরেস্থানীয় পাহাড়ের নামে হলেও প্রকারান্তরে কুনিহিকোর জীবন ও কর্মকাণ্ডের স্মারকভবনই এটিজাপানের প্রথম আধ্যাত্মিক-সংস্কৃতিবিষয়ক গবেষণা সংস্থা তথা ওওকুরা স্পিরিচুয়াল কালচার ইন্সস্টিটিউট প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হিসেবে প্রি-হেলেনিক শৈলীতে এই বাড়িটি নির্মাণ করানবিস্তৃত জায়গা নিয়ে গঠিত ওওকুরায়ামা স্মৃতিভবনের চতুর্দিকে রয়েছে বিশাল বাগানযেখানে দামি দামি বৃক্ষাদি ছাড়াও রয়েছে উমে, সাকুরা প্রভৃতি জাতীয় ফুলের অজস্র বৃক্ষরাজিএখানে উমে ও সাকুরা ফুলের ঋতুতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ফুলদর্শন উৎসব হানামিএছাড়া এই উদ্যানে দশ হাজার মানুষ জড়ো হয়ে প্রতিবছর উপভোগ করেন সঙ্গীতানুষ্ঠান, শিশুদিবসের উৎসবপরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি এমন একটি স্থান জাপানেও বিরল

 

১৯৮৪ সালে এই স্মৃতিসদনটি রক্ষাকল্পে য়োকোহামা নগর প্রশাসন দায়িত্ব গ্রহণ করে এবং নাম পরিবর্তিত করে বর্তমান নাম রাখা হয়১৯৯১ সালে স্থানীয় সাংস্কৃতিক সম্পদ হিসেবে ঘোষিত করে স্থানীয় প্রশাসনএই ভবনের অভ্যন্তরে রয়েছে দশটি সভাক্ষক, আশি আসনবিশিষ্ট শিন্তোওধর্মীয় মন্দির জিনজার অনুকরণে নির্মিত মিলনায়তন, ছাপান্ন মিটার দীর্ঘ গ্যালারিরয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগারঅভ্যন্তরভাগে কিছু সংস্কার করা হলেও বিংশ শতকের প্রারম্ভ যুগের আসবাবপত্র তেমনি সংরক্ষিত আছেএখানে প্রবেশ করলে পরে অনুভব করা যায় একটি রোমান্টিক যুগকে যা মিলিয়ে গেছে অনেক আগেই

 

এই ভবন এবং এর প্রতিষ্ঠাতার সঙ্গে দুজন নমস্য বাঙালির স্মৃতি গভীরভাবে বিজড়িত অনেকেই আমরা সেই ইতিহাস জানি নাএকজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্যজন টোকিও মিলিটারি ট্রাইবুনালের ভারতীয় বিচারপতি শিক্ষাবিদ ড.রাধাবিনোদ পাল যদিও তাঁর জন্ম বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বৃটিশ যুগে১৯৫৩ সালে বিচারপতি এখানে এসেছিলেন তাঁর জাপানি বন্ধু এদেশের প্রথম আধুনিক প্রকাশনা সংস্থা হেইবোনশা পাবলিশার কোম্পানির প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও মৃৎশিল্পী ইয়াসাবুরোও শিমোনাকার আমন্ত্রণেড.কুনিহিকো ছিলেন ইয়াসাবুরোওর ঘনিষ্ঠ বন্ধুএই ভবনে ইয়াসাবুরোও আয়োজিত আন্তর্জাতিক দর্শনবিষয়ক একটি আলোচনা সভায় ড.পাল ভারতীয় বেদ ও আইন বিষয়ে প্রবন্ধ পাঠ করেছিলেনঅবশ্য সেই ঘটনার স্মৃতি কিছু না থাকলেও স্মৃতিভবনের ইতিহাসে তথ্য হিসেবে উল্লেখিত আছে

 

ড.কুনিহিকোর সঙ্গে গুরুদেব রবিঠাকুরের বন্ধুত্ব স্থাপিত হয়েছিল ১৯২৯ সালে যখন টোকিওর মেগুরো শহরস্থ তাঁর প্রাসাদোপম বাড়িতে প্রায় এক মাস আতিথ্য গ্রহণ করেছিলেন তখনরবীন্দ্রনাথ পাঁচবার জাপান এসেছিলেন এটাই ছিল তাঁর শেষ ভ্রমণকবিগুরু ড.কুনিহিকোর আতিথেয়তায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেনকুনিহিকোও যে কবির সান্নিধ্য পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তা তাঁর এক স্মৃতিলেখায় জানা যায়এই গভীর সম্পর্ককে চিরস্থায়ী করার জন্য তাঁর রচিত গ্রন্থসহ অনেক মূল্যবান জাপানি ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সাহিত্য, শিল্পকলাবিষয়ক গ্রন্থও উপহার প্রদান করেনঅনুরূপ কবিও ভারতে ফিরে গিয়ে তাঁর স্বরচিত গ্রন্থাদিসহ দেড় শতাধিক বই ও একটি ভারতীয় নৌকোর মডেল প্রতি-উপহারস্বরূপ কুনিহিকোকে পাঠান

 

২০০২ সালের কথাজাপান-বাংলা শিক্ষা-সংস্কৃতিক বিনিময় সম্পর্কের শতবর্ষপূর্তি বছরএকটি প্রবন্ধ লেখার জন্য তথ্য খুঁজছিলামজাপানশীর্ষ রবীন্দ্রগবেষক অধ্যাপক কাজুও আজুমার কাছ থেকে কিছু নিয়েছিআরও কিছু তথ্য দরকার বিশেষ করে ১৯৬১ সালে জাপানে অনুষ্ঠিত রবীন্দ্রজন্মশতবর্ষ সম্বন্ধেকিন্তু আজুমা স্যার এই সম্পর্কে বিশেষ কিছু বলতে পারলেন না কারণ বয়স হয়েছে অনেক কিছুই ভুলে গেছেনতাঁর বাড়িতে দশ হাজার বাংলা বই আছে অধিকাংশই রবীন্দ্রাথের এবং রবীন্দ্রবিষয়কজাপানি তো আছেইবললেন, ‘গুরুদেবের জন্মশতবর্ষের ইতিহাস জানার মতো গ্রন্থ আছে কিনা আর থাকলেও কোথায় আছে তা তো বলতে পারছি নাখুঁজতে হবেতবে বিচ্ছিন্নভাবে কিছু প্রকাশনা তো পাবেনই তাতে কোনো ভুল নেইকষ্ট করে খুঁজুনপ্রকাশনা যখন আছে স্যার বলছেন তাহলে আছেই সন্দেহ নেইকারণ জাপানিরা যেকোনো উদ্যোগের তথ্যপ্রমাণ মুদ্রিত আকারে রাখেনআমি বললাম, তাহলে কোথায় গেলে জানা যাবে সেনসেই (স্যার)? স্যার বললেন, ‘য়োকোহামাতে আছেওওকুরায়ামা কিনেনকান ভবনে সেখানে কিছু পাওয়া যেতে পারেচল্লিশ বছর পেরিয়ে গেছে তথ্য-উপাত্ত আছে কিনা কে জানে? ড.কুনিহিকো মারা যাওয়ার পর অনেক কিছুই বদলে গেছে 

 

দমে না গিয়ে খুঁজে বের করলাম ওওকুরায়ামা কিনেনকান ভবনের ঠিকানা ও টেলিফোন নম্বরফোন করে জানতে পেলাম কিছু তথ্য আছে ওখানেএকদিন অফিস থেকে ছুটি নিয়ে গেলাম খাড়া পাহাড়ের উপরে অবস্থিত সুদৃশ্যমান কিনেনকান ভবনেভবনটি দেখে সত্যি অভিভূত হলাম! প্রাচীন-প্রাচীন একটা গন্ধ এসে নাকে লাগল সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই পুরনো আসবাব থেকেভেতরে প্রবেশ করে পরিচিত হলাম সেখানকার পরিচালক নেমোতো-সান ও একজন গবেষক উচিকোশি-সানের সঙ্গেতাঁদের নেইমকার্ডে দেখলাম ওওকুরা স্পিরিচুয়াল কালচার ইন্সস্টিটিউট লেখাবুঝতে পারলাম যে ড.কুনিহিকো না থাকলেও তাঁর প্রতিষ্ঠিত গবেষণা সংস্থাটি এখনো কার্যকরউচিকোশি-সান ভেতর থেকে যা যা এনে আমার সামনে রাখলেন তা দেখে বিস্ময়াভিভূত হলাম! খুব বেশি কিছু নয় কিন্তু যা টেবিলের উপর রাখলেন তা ছিল আমার ধারণার বাইরেআরও অবাক হলাম কবিগুরুর ঢাউস একটি সাদাকালো চমৎকার আলোকচিত্র হার্ডবোর্ডে লাগানো আছে একটি কক্ষেতার পাশেই রয়েছে উপহার হিসেবে প্রেরিত সেই নৌকোর মডেলটি একটি কাঁচের বাক্সেউচিকো-সান জানালেন এসব বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রদর্শিত হয়

 

এই কিনেনকান ভবনে যা পেলাম তা যে আমার কাছে কতখানি মূল্যবান বোঝানো কঠিনহয়ত বিলুপ্ত সিন্ধু সভ্যতা আবিষ্কার করিনি কিন্তু এই আবিষ্কারের আনন্দ কোনোভাবেই কম অমূল্য নয়! নিজের কাছেই অবিশ্বাস্য মনে হল! সাত হাজার মাইল দূরে একদিন রবীন্দ্রসভ্যতা এই দেশকে মাতিয়ে দিয়েছিল ভাবতেই রোমাঞ্চ অনুভব করলাম! উচিকোশি-সান জানালেন, রবিঠাকুরের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে যে টেগোর মেমোরিয়াল অ্যাসোসিয়েশনগঠিত হয়েছিল ১৯৫৯ সালে তার মূল দপ্তর ছিল এই ভবনেকার্যকরী অফিস ছিল টোকিওর মেজিরো শহরেআবার এই ভবনের ভেতরেই একটি কক্ষে আলাদাভাবে রবীন্দ্র গবেষণা কক্ষস্থাপন করা হয়েছিলএখানে রাখা হয়েছিল রবীন্দ্রনাথ প্রেরিত গ্রন্থ, উপহারসমূহ; সমগ্র জাপান থেকে খুঁজে আনা অসংখ্য দলিলপত্র, ছবি যা এখন অধিকাংশই নেই১৯৭১ সালে ড.কুনিহিকো মারা যাওয়ার পর রবীন্দ্র আন্দোলনটাই স্তিমিত হয়ে গেলকুনিহিকোর ইচ্ছে ছিল টেগোর মেমোরিয়াল ফাউন্ডেশনগঠনের কিন্তু করতে পারেননি সেটা হলে পরে জাপানে রবীন্দ্রস্মৃতি জাদুঘর গড়ে উঠত বলে আমার বিশ্বাসউচিকোশি-সান আমাকে দু-তিনতলা পর্যন্ত বিস্তৃত বিশাল গ্রন্থাগারে নিয়ে গেলেন যেখানে রবীন্দ্রনাথের স্বাক্ষরসম্বলিত দেড় শতাধিক গ্রন্থ সংরক্ষিত আছে যদিওবা বইগুলো অনেকটাই জ্বরাগ্রস্ত হয়ে পড়েছেকয়েকটি বই হাতে নিয়ে উল্টেপাল্টে দেখলাম এবং দারুণ আলোড়িত হলাম এই কারণে যে হয়তবা রবীন্দ্রনাথ এই গ্রন্থগুলো স্পর্শ করেছিলেন!

 

সেদিন কয়েক ঘণ্টা লাগিয়ে বেশকিছু ম্যাগাজিন, দৈনিক পত্রিকার কাটিং, গ্রন্থ, অপ্রকাশিত আলোকচিত্র এবং গেক্কান সাচিয়াবা মাসিক সত্যনামে ২২টি ট্যাবলয়েড পত্রিকা কপি করে নিয়ে এলামছবিগুলো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে, সত্যি এই ব্যস্ততম ভোগবাদী দেশটিতে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে ঋষিতুল্য রবীন্দ্রনাথের শততমজন্মজয়ন্তী বিশাল ঘটা করে অনুষ্ঠিত হয়েছিল! ১৯১৬ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত জাপানে গৃহীত অনেক দুর্লভ ছবি খুঁজে পেলাম

 

আবিষ্কারের আনন্দে সারা পথ আমি দারুণ উত্তেজনায় কাটালামবাসায় ফিরে দলিলপত্রগুলো পড়লাম কয়েক সপ্তাহ ধরে কঠিন জাপানি ও চীনা কানজি অক্ষরে লিখিত অজস্র প্রতিবেদন, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিচারণ সবই রবীন্দ্রনাথকে নিয়েতাছাড়া তাঁর প্রবন্ধ, গল্প, কবিতার অনুবাদ তো আছেইপ্রায় তিন বছর ধরে বিশাল পরিকল্পনা নিয়ে রবীন্দ্রনাথের শততমজন্ম বার্ষিকী উদযাপনের খবর বহির্বিশ্বের আর কোনো দেশেই পাওয়া যায়নিসেই কর্মকাণ্ডের ইতিহাস অধিকাংশই সংরক্ষিত হয়নিজাপানের সবচেয়ে বড় সংসদ গ্রন্থাগারেও কিছুই খুঁজে পাইনি, খুঁজে পাইনি অগ্রগণ্য রবীন্দ্রগবেষক ড.কাজুও আজুমার কাছেওজানতামই না হয়ত ওসাকা, নাগাসাকি, কোবে, য়োকোহামা, কিয়োতো, নারা প্রভৃতি মহানগরেও রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা হয়েছিল, অনুষ্ঠান হয়েছিলযদি ওওকুরায়ামা কিনেনকান ভবনে না যেতাম অনেক তথ্যই আরও কতকাল ঘুমিয়ে থাকতে থাকতে মিলিয়ে যেত কে জানে!

 

১৯৫৯ সালে এই ভবনে টেগোর মেমোরিয়াল এসোসিয়েশন গঠিত হয়েছিল ঠিক সেই সালেই আমার জন্মআমার আগে সরাসরি বাংলাদেশ থেকে আর কোনো বাঙালি এখানে এসেছেন বলে কোনো তথ্য নেই বলেই উচিকোশিসান জানালেনকি জানি হয়ত আমি রবীন্দ্রনাথকে আবিষ্কার করব বলে ওই সালেই নিয়তির বন্ধনে বাঁধা পড়েছিলাম

 

লেখক: শিশুসাহিত্যিক, কথাসাহিত্যিক ও গবেষক

  প্রবীর বিকাশ সরকার



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান