জালালুদ্দিন রুমির কালজয়ী পংক্তি ।। বাঙলায়ন: মনজুরুল ইসলাম
জালালুদ্দিন রুমির কালজয়ী পংক্তি  ।। বাঙলায়ন: মনজুরুল ইসলাম

 

এক.

যখন তুমি কোনো কর্মে ব্যাপৃত থাকবে

তোমার আত্মার গহীন থেকে উৎসারিত

ভালো লাগা বোধ থেকে,

তখন অনুভব করবে,

তোমার মাঝে বয়ে চলেছে যেন একটি নদী,

যাত্রা করছে তীর থেকে তীরে,

ভরিয়ে দিচ্ছে তোমায় প্রবল আনন্দে।

 

* 25 Insightful Quotes by Vernieda Vergara

 

দুই.

প্রশান্তির তীরে তোমায় ভিড়িয়ে নেব আমি,

সারিয়েও তুলবো সকল জীর্ণতা থেকে,

ফুটন্ত গোলাপ নিয়ে আসবো তোমারা জন্যে,

এবং সে গোলাপের কাঁটা দিয়ে

নিজেকে জড়িয়ে রাখতে হলে,

সেটিও সম্পন্ন করা থেকে

নিবৃত রাখবো না নিজেকে।

 

*https://hu.pinterest.com/gabriella8691/rumi/

 

তিন.

তোমার কণ্ঠকে নয়,

বরং জাগিয়ে তোলো তোমার শব্দকে।

ঝিরঝির করে ঝরে পড়া বৃষ্টি,

শুধু ফুলই উপহার দেয়,

বজ্রপাত নয়।

 

  • 55 Great Rumi Quotes! Goalcast  

 

 

চার.

অনুগ্রহ পরিত্যাগ করো,

মহাসাগর প্রতিটি তরঙ্গেরই যতœ নেয়

যখন তা সৈকতের তীরে আসে।

তুমি যতটা না জানো

তার থেকে বেশী প্রয়োজন

জানবার জন্য সাহায্য গ্রহণ।

 

*Source-55 Great Rumi Quotes! Goalcast  

 

পাঁচ.

গতকাল পর্যন্ত আমি চালাক ছিলাম,

তাই পরিবর্তন করতে চেয়েছিলাম পুরো পৃথিবীকে।

কিন্তু আজ আমি বিচক্ষণ,

তাই নিজেকেই পরিবর্তনের চেষ্টা করছি।

 

 

*55 Great Rumi Quotes! Goalcast  

 

ছয়.

সময়ের দীর্ঘ প্রহর ধরে

একটি জিনিসই

অণে¦ষণ করে চলেছি আমি,

যার নাম ভালোবাসা।

আকাশের ওপারে ধূমকেতুতে

আরোহণ করেছি আমি,

দেখেছি সেই ধূমকেতুর উপরিতল এবং নি¤œতল।

অতঃপর একদিন হঠাৎ করেই তাকিয়েছি

আমি আমার মাঝে।

এবং যা পেয়েছি

তা হলো;

একটি সোনালী সূর্য বসে আছে সেখানে,

বসে আছে,

সুস্মিত আলো ধ্বনি নিয়ে স্রষ্টারই সামনে।

 

*www.pinterest.com/rumi quotes-love

 

সাত.

তুমি আমার মাঝে

যে সৌন্দর্য দেখতে পাও,

সেটি মূলত

তোমারই প্রতিচ্ছবি।

·        25 Insightful Quotes by Vernieda Vergara

 

 

আট.

মানুষ সুখী হতে চায়,

তাই তোমার কষ্টগুলো

চাপিয়ো না তাদের উপর।

তুমি যদি তোমার আত্মায় অন্তরিত ঈর্ষাকে মুক্তি দিতে পারো,

বাঁধনমুক্ত করতে পারো তোমার ডানাকে,

তাহলে তুমি এবং তোমার চারিদিকের সবাই

কবুতরের মতো ডানা মেলে উড়তে পারবে অনন্ত অন্তরীক্ষে।

 

*165 Rumi quotes celebrating love, life and light (2020) www.everydaypower.com

 

নয়.

বন্ধু,

আমাদের অন্তরঙ্গতা এটিই,

তুমি যেখানেই পা রাখো না কেন,

আমায় অনুভব করতে পারবে।

আমি আছি, এবং থাকবো সবসময়,

তোমার পাশে, তোমারই সাথে,

তোমার পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। 

 

·        25 Insightful Quotes by Vernieda Vergara

দশ.

তোমার মাঝে যে চতুরতা রয়েছে,

সেটিকে বিক্রি করে বরং ক্রয় কর বিভ্রান্তিকে।

চতুরতা কেবলই মাত্র এক ধরনের মতামত,

আর বিভ্রান্তি,

সেটি এমন এক ধরনের গুণ;         

যা থেকে অর্জিত হয় অনুভূতিলব্ধ প্রজ্ঞা।

 

*165 Rumi quotes celebrating love, life and light (2020) www.everydaypower.com

 

এগারো.

তাকেই গ্রহণ করো,

যে দেনাপাওনার হিসেব রাখে না,

ধনী হবার জন্য লালায়িত থাকে না,

ভীত হয় না কোনো কিছু হারিয়ে যাবার ভয়ে।

এমনকি যার মাঝে আত্মব্যক্তিত্বের উপরও কোনো আগ্রহ নেই,

সে আসলে মুক্ত।

 

*25 Insightful Quotes by Vernieda Vergara

 

কবি পরিচিতি

 

জালালুদ্দিন রুমির জন্ম ১২০৭ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর ( হিজরী ৬০৪ খ্রিষ্টাব্দে) পারস্যের অন্তঃপাতী (বর্তমান আফগানিস্তানের) বলখ নগরে।  রুমির প্রকৃত নাম জালালুদ্দিন মুহাম্মদ বলখী। দিওয়ান এবং মসনবী রুমির অন্যতম প্রধান আলোচিত গ্রন্থ। দিওয়ানে অন্তর্ভুক্ত মোট শ্লোকের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার যার সবগুলিই গজল। পাশাপাশি মসনবীর প্রতিটি লেখাই কবিতা। গ্রন্থদুটি তুরস্ক আজারবাইজান, আমেরিকা এবং দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর অসংখ্য দেশে বিপুল পঠিত এবং জনপ্রিয়। আমেরিকায় সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক হিসেবে রুমির পরিচিতি প্রকারান্তরে আধুনিক সময়ে তার উপযোগীতাকে প্রমাণ করে ( B.B.C Culture) আধাত্মিকতা, মানবাকাক্সক্ষা, প্রকৃতি এবং প্রেম তাঁর প্রতিটি সৃজনের মূল উপজীব্য। এবং উপযুক্ত বিষয়ে ওপর ভিত্তি করে যে দর্শন তিনি নিমার্ণ করেছেন তার প্রাসঙ্গিকতা আজও মানবজীবনে স্থিতিশীলতা আনয়নের জন্য অতীব জরুরী। অনূদিত কবিতাগুলিতে স্রষ্টা, প্রকৃতি এবং মানুষে-মানুষে অন্তর্নিবিষ্ট সম্পর্কের গভীরতা যে কতটা নিবিড় হতে পারে তারই শোভমান একটি অনুকৃতি নির্মাণের চেষ্টা করা হয়েছে। সাহিত্যের বিস্তীর্ণ অঙ্গণে শুকতারা হিসেবে রুমির যে উত্থান ঘটেছিল তার প্রবহমানতা আজও জলপ্রপাতের স্বচ্ছ ধারার মতো সচলমান। সঙ্গত কারণেই পৃথিবী থেকে বিদায় নেবার সাত শতাব্দীকাল পরেও (১২৭৩ খ্রিষ্টাব্দের ১৭ ডিসেম্বর, হিজরী ৬৭২) তিনি বেঁচে আছেন আজও বিশ্বে অগণিত পাঠকের হৃদয়বৃত্তে।

           


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান