জিম মরিসনের তিনটে কবিতা - রহমান হেনরী
জিম মরিসনের তিনটে কবিতা -  রহমান হেনরী

কবি : রহমান হেনরী

[জিম মরিসন (৮ ডিসেম্বর ১৯৪৩ - ৩ জুলাই ১৯৭১): মার্কিন কবি, গায়ক ও  সংগীতরচয়িতা  মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম, মৃত্যুবরণ করেছেন  ফ্রান্সের প্যারিসে দ্য ডোরসসংগীতদলের মূল গায়ক ছিলেনস্বল্পায়ু মরিসন  রক সংগীতের ইতিহাসে আইকন হয়ে আছেনতার কবিতাগুলোও, যে কোনও পাঠকের  ভাবনাকে ওলোটপালোট করে দিতে সক্ষমপুরোনাম: জেমস ডগলাস মরিসন।]


স্বাধীনতা টিকে আছে


তুমি কি জানতে স্বাধীনতা টিকে আছে

পাঠ্য পুস্তকগুলোতে

তুমি কি জানতে উন্মাদেরা পরিচালনা করছে

আমাদের কারাগারগুলো

জেলখানার ভেতর, গন্তব্যের মধ্যে,

শ্বেতাঙ্গ স্বাধীন প্রোটেস্টান্টের অন্তরে

জলঘূর্ণি দহ

আমরা বিশ্রামরত মাথাব্যথা

একঘেয়েমির প্রান্তদেশে

মৃত্যুর জন্য আমরা পৌঁছে যাচ্ছি

একটা মোমবাতির শেষাংশে

আমরা কিছু একটা দেখার চেষ্টা করছি

 যা এরই মধ্যে খুঁজে পেয়েছে আমাদেরকে


 পাথর ঝলমলে


 তোমাকে এটাই বলবো...

 এই প্রত্যূষ অপচয়ের কারণে

 অনন্তকালের কোনও প্রসাদই এখন ক্ষমা করবে না আমাদের

ওইসব দিনে ফিরে গেলে সবকিছুই সরল আর বিভ্রান্তিতে ভরা

 একটা গ্রীষ্মরাত্রি , সৈকতের টংঘরের দিকে ছুটছে

 দুই যুবতির পেছনে ছুটছি আমি

 ফর্সা যুবতিটির নাম স্বাধীনতা

 কালোটা, ব্যবসায় প্রকল্প

 আলাপ হলো আমাদের আর ওরা আমাকে গল্পটা শোনালো

এখন শোনো এটা...

টেক্সাস রেডিও আর বিপুল বাদ্যস্পন্দনের কথা বলবো তোমাকে

 কোমলে চালিত , ধীর ও পাগল-করা

 নতুন কোনও ভাষার মতো

 সেই শীতলতা দিয়ে তোমার মাথায় ঢুকছি, ঐশ্বরিক দূতের আকস্মিক ক্রোধের মতো

 হৃৎপিণ্ডের যন্ত্রণা ও ঈশ্বর হারানোর কথা বলতে দাও আমাকে

 ঘুরে বেড়াচ্ছি , ঘুরছি আশাহীন রাত্রির ভেতর

এখানে এই বৃত্তের ভেতর কোনও নক্ষত্র নেই

 এখানে আমরা একটাই পাথর

 ঝলমলে


ক্ষমতা


পৃথিবীকে এর গতিপথেই থামিয়ে দিতে

 পারিচলে যেতে দিতে পারি

 নীল গাড়িগুলোকে

নিজেই নিজেকে অদৃশ্য করতে বা ছোট্ট বানিয়ে ফেলতে পারি

 দৈত্যাকার হয়ে উঠতে পারি আর পৌঁছে যেতে পারি

 বহুদূরের জিনিসগুলোর কাছেবদলে দিতে পারি

 প্রকৃতির গতি-প্রকৃতি

 যে কোনওখানেই স্থাপন করতে পারি নিজেকে

 মহাশূন্যে বা মহাকালে

 তলব করতে পারি মৃত্যুকে

 অপরাপর জগতসমূহের ঘটনাবলীকে বোধগম্য করতে পারি

 নিজের মনগহনে ,

 বা অন্যদের অন্তরাত্মায়

আমি পারি

 আমি


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান