জুসেফ খান এর ছড়াগুচ্ছ
জুসেফ খান এর ছড়াগুচ্ছ

ছড়াকার জুসেফ খান

—————————————

জন্ম-১৯৭৬ ইং, সিলেট (খান মঞ্জিল,ভার্থখলা)

বাবা- ছড়াকার কাদের নওয়াজ খান

মা- সুলতানা খান - গৃহিণী

শিক্ষা - ডিগ্রী ( কম্পিউটার সিস্টেম ) সিটি ইউনিভার্সিটি নিউইয়র্ক থেকে

সাহিত্য পরিবারে জন্ম নেয়ায় ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ

বর্তমান ঠিকানা - বার্মিংহ্যাম, ইংল্যান্ড

দেশ বিদেশের দৈনিক এবং সপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখছেন

প্রকাশিত বই ছয়টি  - ছাইপাঁশ, খড়কুটো, রকমারি,সোৎপ্রাস এবং কিছু কিছু ছড়ায় ইস্যু এবং কীর্তিমানের ছড়া জীবন থেকে গড়া

 

 

ছড়াকার জুসেফ খানের পাঁচটি ইসলামিক ছড়া :

 

 ) গুনাহ মাফের মাস - রমজান

 

            

          রহমত বরকত মাগফিরাতে

          নেকির পরশ মেখে

          পূণ্য অর্জনের শুরু হলো মাস

          রমজানের চাঁদ দেখে

        

          লোভ,লালসা,আমানিবকতা

          ছেড়ে যাবে ধরাধাম

          করুণা,ক্ষমা,নাজাতের মাস

          নিয়ে আসে পয়গাম

 

          অভাব,ক্ষুধা,দরিদ্রতা

          বঞ্চিতের কষ্ট অনুধাবনে,

          মনের আবর্জনা হয়ে যাবে সাফ

          রমজানে সিয়াম সাধনে।

 

          বিশ্বাস আর কর্তব্যনিষ্ঠায় যে জন

          রোজা রাখেতাকওয়াতরে।

          বিশ্বনবী (সা.) বলেছেন তার সব

          গুনাহ, দেয়া হবে মাফ করে

 

 

 )           ইসলাম

 

          ইসলামধর্ম একটি দ্বীন

           পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

           যার মূল শিক্ষা বলে

           আল্লাহর উপর রাখা আস্থা

 

           বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া

           নেই কোন ঈশ্বর আর

           মুহাম্মদ(.),আল্লাহ প্রেরিত নবী,

           রাসূল, সকল বান্দার

 

           ইসলামে প্রধান ধর্মগ্রন্থকুরআন

           যা স্বয়ং আল্লাহর বানী,

           নবী প্রদত্ত শিক্ষা, জীবনাদর্শ,

           সুন্নাহ - যা হাদীস বলে জানি।

 

          আদম,ইব্রাহীম,মূসা,ঈসা ( .)

          আসমানী কিতাব এসেছিল যত

          দীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হওয়া কুরআন

          তারই সবশেষ রূপ অবিরত

 

          কালেমা,নামাজ,রোযা,হজ্জ্ব, যাকাত

          পাঁচটি স্তম্ভে গড়া ইসলাম ধর্ম

          জান্নাত আর জাহান্নামে হবে ঠিকানা

          বলবে কথা শেষবিচারে যার যার কর্ম।

 

 

 

     )   দোয়া

 

                            

 

           আদ ইয়াহশব্দ থেকে এসেছে

            আরবি শব্দদোয়া

            অর্থ যার আহবান' বা ' ডাকা,

            মিনতিতে খোদাকে ছোঁয়া।

 

           আল্লাহ তায়লা পবিত্র কোরআনে

           বলেছেন দোয়ার কথা

         তোমরা আমাকে ডাক,

           আমি সাড়া দেব যথা তথা ” ( সূরা আল-মুমিন)

 

           রাসূল (সা.) বলেছেন হাদিসে

         দোয়া হলো মুমিনের হাতিয়ার,

          দোয়া করা হুবহু ইবাদত সম,

          দোয়া করা জরুরি প্রত্যেক বান্দার।

 

          বিপদ-আপদে নয় শুধু দোয়া,

          নয় শুধু প্রয়োজনে

          গুনাহ খাতার মাফি মাঙ্গি মোরা

          হররোজ প্রতিক্ষণে

 

          ধন-সম্পদ,বাড়ি-গাড়ি, টাকা,

          পৃথিবীর সব মায়া ভুলে

          দোয়া, মোনাজাত, প্রার্থনা করি

          কেঁদে যাই দুহাত তুলে

 

)         হজ

 

                   

 

            হজইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ

             ইবাদত আবশ্যকীয়

             তনে,ধনে সক্ষমতায়

             আবশ্যিক করণীয়

 

             হজ শব্দের আভিধানিক অর্থ

            "ইচ্ছা" বা " সংকল্প" করা

             ক্বাবা শরীফ তাওয়াফ করে

             খোদায় সম্পর্ক গড়া

 

             আরবি মাস জিলহজে

             হজের সময় নির্ধারিত

             মক্কা,মদিনা নগরীতে যাওয়া

             মিনা,আরাফা সন্নিহিত

 

             আরাফাতের ময়দানে যাওয়া

             যাওয়া মুজদালিফায় !

             ক্বাবার সামনের দুই পাহাড়ে

             যাওয়া সাফা মারওয়ায়

 

            লাব্বাইকধ্বণিতে মুখরিত হওয়া

             লাখো হাজিদের দোয়ায়

             অন্তর সবার হয় পবিত্র

             হাজরে আসওয়াদের ছোঁয়ায়

 

 

 

)         ঈদুল ফিতর

 

                  

 

            ঈদুল ফিতরঅর্থ হলো

            রোযা ভাঙার দিন

            সবার মনে বাজে যে দিন

            আনন্দেরই বীন

 

            দীর্ঘ রোযার সমাপ্তিতে

            সংযমইতো শেখায়         

           "চাঁদ রাতেই" ঈদের শুরু

            নতুন চাঁদের দেখায়

 

           "ঈদ মুবারাক" সম্ভাষণে

            দু:খগুলো ভুলি

            ছয় তাকবিরের ঈদের জামাত

            শেষে কোলাকুলি,

         

           ঈদের দিনে নতুন জামায়

           সবার ঘুরাঘুরি

           পাঞ্জাবি,শার্ট,শাড়ি,সালোয়ার

           গয়নাগাটি চুড়ি

 

           ঘরে ঘরে কত আয়োজন

           লাচ্ছা সেমাই খাওয়া

           গুরুজনের সালামিতে

           ঈদেরঈদিপাওয়া

         

          রমজানের রোজার শেষে

           কবি নজরুলের গানে

           ঈদ বয়ে আনে খুশির জোয়ার

           ভালোবাসা প্রাণে


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান