তপস্বীর উদ্দীপনা
কোনো এক ভোরে
আমি তোমার মালি
হতে চেয়েছি,
জানো নিশ্চয় মালি মানে কি?
মালা রচনাকারী বা মালাকর।
যদিও আবেগী মালা গাঁথি,
পরে থাকি,
আবার ভাঙি;
আবার নতুন স্বপ্নে বুনি...
শুধুই দেখি,
এক আকাশ মেঘমালায় তুমি আমি সেজে আছি দিগন্ত সীমারেখায়!
মাঝে মাঝে কিছু মালা নিষ্ফল আস্ফালনে ঝরে যায় কেউ কারো
আয়ত্তে না থাকায়...
তবু তবু অবিরাম ক্লান্তি নাই
শব্দের মালা গাঁথায়।
ঢেঁকিতে ভানো
কুলোতে ঝাড়ো
অপরাপর দেশের আশায়
কেনো বসে থাকো বাঙালী!
জেগে ওঠো,
চাষ করো পতিত জমি।
বনজ সম্পদে ভরে
তোলো উঠোন।
এতো এতো হাত!
হাতগুলো লাঙ্গল জোয়াল
করে কর্ষণে পলিতে
করো ধান মসুরের আবাসন।
বুনো মোরগের ডাক না শুনে
গড়ে তোলো মহিষের পাল।
গালভরা বুলি রেখে
আপন আলোতে উদ্ভাসিত উচ্ছ্বলতায় আনো
নিজস্ব গৃহের মান।
তেরশত নদী এখনও বহমান...
যদি নদীতে জল না থাকে
বৃষ্টি আর ভূগর্ভকে ব্যবহারে
করো মহীয়ান।
বিনা প্রচেষ্টায় কত আর বেহাত করে
করে দুর্নীতির কসরতে নিজস্ব দূষণে
নিজেকে করবে সংকরায়ন!
জেগে ওঠো! জেগে ওঠো '৭১।