তাপস চক্রবর্তী-এর কবিতাগুচ্ছ
তাপস চক্রবর্তী-এর কবিতাগুচ্ছ
মরিদুল আলম যে একলব্য

 

 

মহাভারতে একা ছিলো একলব্য---

জানি দ্রোণের ছলনা-- হায় বীর!

হে গুরু...

কাকে মহান করে দিতে-- একলব্যের পরাজয় এনে দিলে?

 

অথচ একাত্তরে ছিলো আমাদের মরিদুল আলম

তার সম্মূখে একাত্তর... জন্মভূমি... শঙ্খের উজান

হায়-- তোমার কষ্ট নিয়ে এগিয়েছে--

বীর কমান্ডার মৌলানা শাহাজান

গল্পটা... গল্পটা একান্ত আমার--

           আগে তুমি কখনো শোনোনি...

জানে দক্ষিনের জনপথ-- কি সাহসী ছিলো ওরা...

যেনো যুগলবন্ধি ঈগল...

বরমা বরকল কেশুয়ার দাপিয়ে বেড়ানো--

সমগ্র দক্ষিণ চট্টগ্রাম...

 

মৌলানা মনিরুজ্জানের সন্তান কমান্ডার শাহাজান--

আরেকবার আরেকবার তোমাকে চাই--

        চলে এসো তোমার স্বদেশ মৃত্তিকায়।

 

 

এসো আজ গান বাঁধি নতুন বাংলাদেশে...

 

 

 

কবে শুনবো পথে পথে বাঁধাহীন বিজয়ের মিছিল--

 

কবে সাতসকালে সূর্যপ্রনামে শেষে বলবো--

ভালো থেকো হে প্রিয় বাংলাদেশ

ভালো থেকো জুঁই চামেলি চড়ুই শালিক।

 

যদি কুশীলব এখানে ধর্মান্ধ-- জনতার মিছিলে সামিল গণতন্ত্র...

তবুও শকুনের নখের আঁচড়ে সংবিধান আজ রক্তক্ত

মুছে গেছে-- স্বাধীনতা মূল চার স্তম্ভ।

 

তবুও তনুপ্রাণ জাগে অচেনা পদস্পন্দনে---

আবার কেউ যদি বলে-- সবার উপরে মানুষ সত্য...

কেউ যদি বলে আবার নামাজ শেষে-- এসে বলে;

আমি মোল্লা তুমি বামুন বুঝিনা;

এসো আজ গান বাঁধি নতুন বাংলাদেশে...

 

 

বিজয়ের গল্প

 

 

 

সেবার যুদ্ধের বিজয়ের গল্প শুনতে গিয়েছিলাম-- দুবলার চরে...

 

অথচ তুমি শোনালে ফিরিঙ্গ বাজার হয়ে লঞ্চে... তোমার বাড়ি ফেরার গল্প।

শোনালে বর্ষায় চাঁনখালী খালের অপার সৌন্দর্য্য

বললে তোমার যাওয়ার পথে, শরত কাশের গুচ্ছ কেমন করে করতো কোলাকুলি...

আবার বললে দুবলার চরে কুমড়োর লতা হলুদ ফুলের গান...

তামাক পাতার ভাঁজে ভাঁজে ফুলকপি বাঁধাকপির উৎসব।

 

আহ্ চাঁনখালীর ঘাট এখনো আগের মতো আছে... ঠাঁয় দাঁড়িয়ে

শুধু লঞ্চ নেই-- মোড়ে মোড়ে এখন লোহার ব্রীজ বসেছে...

সাম্পানগুলো আর এপাড় ওপাড় করে না।

 

কেউ ফিরে না বাড়ী-- সাম্পানে... লঞ্চে...

আহ্ মজে গেছে-- তোমার আমার চাঁনখালি খাল।

 

তুমিও এখন আর আগের মতো বাড়ী ফিরো না-- দেশটা স্বাধীন।

জানো মুরিদুলে কবরের পাশে তমালের ছায়াগুলো দীর্ঘ হচ্ছে...

পথ চাওয়া বিকেলের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর...

 

দেখো বিকেলের হাওয়ারা মিলিয়ে যাচ্ছে

শুধু আর একবার আরেকবার

এসে দেখে যাও-- কী অবস্থা এখানে ওখানে...

 

 

আমাকে জাগিয়ে রাখে-- প্রিয় একাত্তর

 

 

 

ঊনপঞ্চাশ নাকি একান্নের গান হবে আজ?

সমরে একাত্তর নাকি উত্তাল ঊনসত্তর!

অথচ তুমি বলো-- এইতো জীবন!

তবুও দ্বিধার মাঝে কাটে আমার পরকাল--

 

একাত্তরের কমান্ডার শাহজান এখনো যুবক

শুধু বুড়ো হচ্ছি আমি তুমি আমরা...

 

মুরিদুল আলমের চারণ ভূমি আজও জেগে আছে...

জেগে আছে বরকল কেশুয়ার অজস্র বৃক্ষ

বৃক্ষের শিকড়ে জেগে ওঠে-- হাজার রক্তিম সূর্য...

 

মাঝে মাঝে রাতে বিরাতে আমিও জেগে উঠি--

জেগে উঠি-- উটপাখির ঠোঁটে...

আমাকে জাগিয়ে রাখে-- প্রিয় একাত্তর।

 

 

আমি বিজয় দেখিনি

 

 

আমি বিজয় দেখিনি-- বিজয়ের লালসবুজ পতাকা দেখি রোজ...

তোমাকে অভিবাদন বাংলাদেশ।

 

তোমাকে দেখি-- মিছিলে শ্লোগানে রাজপথে...

মানুষের মুখে মুখে রক্তে জেগে ওঠো রোজ--

প্রিয় বাংলাদেশ...

 

লক্ষ শহিদের রক্তাঞ্জলিতে ভেসে উঠুক--

হাজার শ্বেতপদ্ম

অতঃপর ওরা গেয়ে উঠুক শান্তির গান।

 

আমি বিজয় দেখিনি-- রোজ দেখি জননীর ছবি....

করা স্বরবর্ণে-- বিজয়ের ঊনপঞ্চাশে

উড়েছে শঙ্খচিল শঙ্খের তটে...

এখানে আমার মুরিদুল ঘুমিয়ে আছে রক্ত ভেজা শার্টে...


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান