তিনটি কবিতা । সাইফউদ্দিন আহমেদ বাবর
অভ্যাস-বদ অভ্যাস
আর কাজ শেষে ইউটিউব,
ঘন্টার পর ঘন্টা কেটে যায়
ব্লগ,লাইভ,ছোট বড়ো সব ক্লীপ দেখে।
কোনোটাই কিন্তু সম্পূর্ণটা দেখা হয় না,
হয়তো একটা ব্লগ দেখা শুরু করলাম-
একজন সুন্দর করে কলার তরকারী
রান্নার কৌশল শেখাচ্ছেন-
নিচ দিয়ে তখন আরেকটা ভিডিও
এসে উঁকি দিলো,
সেখানে একজন বরশি দিয়ে
সাপ ধরছেন-ভেরী ইন্টারেস্টিং-
সেটি না দেখলে চলে?
দিলাম আঙ্গুলের এক চাপ,
সাপ যখন ধরা পড়ে পড়ে করছে
ঠিক তখন আরেকটা ভিডিও এসে
উঁকি দিলো,
সেখানে একজন কাঁদতে কাঁদতে
নৃত্য করছে!
সেই কান্না নৃত্যের রহস্য ধরতে না ধরতে আরো
একটি ভিডিও-
এবার একটি গান,ফিল্মের গান-
‘আমি রূপ নগরের রাজ কন্যা
রূপের যাদু এনেছি’
মুগ্ধ হয়ে গানটি দেখছি আর
সাদা কালো অতীতের কথা ভাবছি
ঠিক তখন আরো একটি ভিডিও
উঁকি দিলো-
এবার কোনো একটি নাটকের অংশ,
বাকের ভাইকে দেখা যাচ্ছে!
আহারে,বাকের ভাই....দিলাম চাপ,
‘কোথাও কেউ নেই’ নাটকের অংশ,
মুগ্ধ হয়ে দেখছি-এর মাঝে দেখি
আরো কি যেনো উঁকি দিচ্ছে!
‘ওরে নীল দরিয়া’ গানটি না কি?
দিলাম চাপ,
হ্যাঁ,ঐ গানটিই,
আব্দুল জব্বার সাহেবের কন্ঠের সাথে
নায়ক ফারুক আর ঘুমন্ত কবরী
ম্যাডামকে দেখা যাচ্ছে,আহারে!
গানটির মাঝখানে আসা মাত্র
আরো কিছু উঁকি মারলো-
এবার দেখি কাট্টুশ আলি!
দিলাম চাপ,
কাট্টুশ আলির কাট্টুশামী দেখতে দেখতে
উঁকি দিলো.....
এ রকম-হাফ,কোয়ার্টার,সিকি
চিত্র দেখে দেখে যখন পাশের বেডের
শেফ নজরুলের বিকট নাক ডাকার শব্দ
কানে আসে,
তখন বুঝি রাত অনেক হয়েছে,
এবার একটু ঘুমানো দরকার,
তখন মনে অত্যাধিক কষ্ট নিয়ে,প্রায়
জোর করে মোবাইলটাকে হাত থেকে
বিছানার পাশে,কার্পেটে ফেলে রেখে চোখ বুজি.....
ভালোবাসার সামান্য প্রকাশ
সলজ্জ হাসি হেসে বললাম-
আপনার প্রতি আমার অসীম
ভালোবাসার সামান্য প্রকাশ করলাম মাত্র,
আর কি!
এলোমেলো ভাবনা-১
মৌমাছিদের রাণী থাকে,রাজা থাকে না।
সংবাদ পত্রিকা গুলোর রাজা থাকে,সচরাচর রাণী থাকে না।