নজরুল একাডেমী আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা ।
নজরুল একাডেমী আয়োজিত  তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা ।

রেজা মতিন: নজরুল একাডেমীর ৫০ বছর পুর্তি, জাতীয় কবির ৪২ তম মৃত্যুবার্ষিকী, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও " কাজী নজরুলইসলাম মিলনায়তন"

বাংলাদেশের প্রাচীনতম নজরুলচর্চা গবেষণা প্রতিষ্ঠান নজরুলএকাডেমী প্রতিষ্ঠার ৫০বর্ষ পূর্তি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং " কাজী নজরুল ইসলাম মিলনায়তন " এর শুভ উদ্ভোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিন ব্যাপী জাকজমকপুর্ণ অনুষ্ঠান মালাএকই অনুষ্ঠানেউপমহাদেশের একমাত্র নজরুল গবেষণা পত্রিকা ৫০বর্ষ:৪৬সংখ্যা প্রকাশ অধ্যাপক কাজী শওকত শাহী প্রণিতআধুনিক বাংলা গান: রূপ ও রূপান্তরগ্রন্থদুটির মোড়ক উন্মোচন করা হয়নজরুল একাডেমী আয়োজিত এই অনুষ্ঠানউপলক্ষে গত২৭, ২৮, ২৯সেপ্টেম্বর কাজী নজরুল ইসলাম মিলনায়তন, নজরুল একাডেমী, নজরুলভবন, বেলালাবাদ, মগবাজার, ঢাকা-১০০০ - এতিন দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়


গত ২৭ সেপ্টেম্বর২০১৮বৃহস্পতিবার বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয়মন্ত্রী রাশেদখানমেনন, এম.পি.প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনের অনুষ্ঠান উদ্ভোদন করেন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে কবি পুত্রবধূ, কাজী সব্যসাচীর সহধর্মিণী বেগম ঊমা কাজী তাঁরপরিবারের বেগম মিষ্টি কাজী বাবুল কাজীর সহধর্মিণী

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি একত্রে" কাজী নজরুল ইসলাম মিলনায়তন " এর শুভ উদ্ভোধন করেন


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমানএকাডেমীর সভাপতি বিশিষ্ট লোকবিজ্ঞানী ড.আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলকাতা,অগ্নিবীণা সম্পাদক রবীন মুখোপাধ্যায়, কবি,লেখক, প্রাবন্ধিক নজরুল একাডেমীর গবেষণা আন্তর্জাতিক সম্পাদকম. মীজানুর রহমান, নজরুল গবেষক, কবিও নজরুল একাডেমীর নির্বাহীসদস্য হাসান আলীম ও নজরুল একাডেমীর সহ-সভাপতি মুহাম্মদ আবদুল হান্নান


অনুষ্ঠানে সঙ্গীতে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী বেগম শবনম মুশতারীকে নজরুল একাডেমীপদক ২০১৮’, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মুজিব পরদেশী এবং আধ্যাত্মিক, দেহতত্ত্ব, পালাগান, মুর্শিদি মারফতি, বিচ্ছেদ, বাউলগানের স্রষ্টা ওশিল্পী শাহ আলম সরকার-কেনজরুল একাডেমী সম্মাননা২০১৮প্রদানকরা হয়

 এছাড়াও ভাষা আন্দোলনে অবদনের স্বীকৃতিস্বরূপ তমদ্দুনমজলিস’, নজরুল চর্চায় নিবেদিত কাজী সব্যসাচী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অগ্নিবীণা’, কলকাতা১৯৫৮সালে কবিতীর্থ চুরুলিয়ায় প্রতিষ্ঠিত নজরুল একাডেমীকেনজরুল একাডেমী সম্মাননা২০১৮প্রদান করা হয়
আলোচনা পর্বের পর নজরুল একাডেমীর থিম সং " একি অপরুপ রুপে মা তোমার হেরিনু পল্লী জননী ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে গাওয়া "জয় বাংলা বাংলার জয়" গান দুটিনজরুলএকাডেমীর শিল্পীদের সমবেত কন্ঠে পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানশুরু হয়

এরপর বিশিষ্ট শিল্পী মুজিব পরদেশী ও শাহ আলম সরকারের কন্ঠে লোকগানের পর একক নজরুল সংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট নজরুল শিল্পী ওনজরুল একাডেমীর বিভিন্ন শাখা থেকে আগত শিল্পীবৃন্দ

অনুষ্ঠানে পরপর ৪ টিনৃত্য পরিবেশন করেন সোনাগাজী শাখার শিল্পীবৃন্দতবলায় ছিলেন জয়দেব,কীবোর্ডএ বিনোদ দাঅনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শামীমা চৌধুরী, রুখসান আরা ওমাহতাবুল আলমরাত ১০টা প্রযন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান