নবীন কবিদের ‘কবিতায় এপারওপার’
নবীন কবিদের ‘কবিতায় এপারওপার’

নবীন কবিদের কবিতা প্রকাশের হাতেখড়ি হয় এই বইয়ের মাধ্যমেই। তারুণ্যের কাব্য ভাবনা ফুটে উঠেছে বইটিতে। সংকলনটির নাম 'কবিতায় এপারওপার'।

দুই বাংলার নবীন কবিদের এক সুতোয় গাঁথতেই বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। বইটির সম্পাদক সাদেক সরওয়ারের হাত ধরে দেশের সীমা ছাড়িয়ে কলকাতা বাংলাদেশ বইমেলাতেও বইটি কুঁড়িয়েছিল সমালোচকদের প্রশংসা। উৎসাহ জুগিয়েছিল অসংখ্য নবীন লেখকদের। সেই উৎসাহের ধারা অব্যাহত রাখতেই ‘কবিতায় এপারওপার-২’-এর পর এবার প্রকাশিত হয়েছে ‘কবিতায় এপারওপার-৩’। বইটিতে রয়েছে দুই বাংলা মিলিয়ে ৬৭ জন কবির ১৩১টি কবিতা।

বাংলাদেশের কবিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আব্দুল্লাহ আল ইমরান, আল নাহিয়ান, আসিফ চৌধুরী, অন্তরা স্কলাস্টিকা গমেজ, আকাশ লীনা। কলকাতার নবীন কবিদের মধ্যে রয়েছেন অভীক রায়, সুজয়নীল বন্দোপাধ্যায়, রেজমান, নবারুণা গাঙ্গুলী, কৌশীকি গোস্বামী প্রমুখ।

বইটির ভূমিকায় কবিতা সম্পর্কে বলা হয়েছে : কবিতা  বুকের ভেতর এক মরুভূমি খাঁ খাঁ তেষ্টা মিটিয়ে দিতে পারে নিমেষেই। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যেতে পারে চোখের পলকে। কাব্যসংকলনটির সম্পাদক সাদেক সরওয়ার সম্পাদকীয় লিখতে গিয়ে বলেন, 'কবিতায় এপারওপার-৩' বইটি পড়ে পাঠকের মনের বদ্ধ দুয়ার খুলে যাবে, শব্দের ঝঙ্কারে ছন্দিত লেখনী পাঠকের মনে দোলা দেবে এই আমার দৃঢ় বিশ্বাস!’

কবি রুদ্র গোস্বামী বইটি সম্পর্কে আলোকপাত করেন এভাবে : ‘কবিতায় এপারওপার এই উচ্চারণটিই এখন আমাদের কাছে মৈত্রীর গন্ধ নিয়ে আসে।  এখানে এপার নেই, ওপার নেই, আছে বাঙালি, আছে ঔদার্য, আছে বকুলপাতায় রোদের প্রথম কিরণ আর হিজল ভেজা জলে তাল কাঠের ডিঙির মতো বাংলা ভাষা।'

অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন পল্লবী নদন৷ বইটি কলকাতায় পাওয়া যাবে মোহরকুঞ্জে ২-১১ নভেম্বর ৮ম বাংলাদেশ বইমেলায় অনিন্দ্য প্রকাশের স্টলে৷বইটির মূল্য ৩০০ টাকা।

কাব্যসংকলনটি পাওয়া যাচ্ছে- পাঠক সমাবেশ কেন্দ্র, সন্ধিপাঠ, দীপনপুর, বেঙ্গল বই ও বাতিঘরে৷এ ছাড়া কাব্যসংকলনটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে।

সূত্র : এনটিভি ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান