নব্বইয়ের দশকের উল্লেখযোগ্য কবি নাজনীন সীমনের জন্মদিন
নব্বইয়ের দশকের উল্লেখযোগ্য কবি নাজনীন সীমনের জন্মদিন

কবি, গল্পকার, প্রাবন্ধিক ও শিক্ষক নাজনীন সীমন

১৬ই ডিসেম্বর ছিলো নিউইয়র্কে বসবাসরত নব্বইয়ের দশকের উল্লেখযোগ্য কবি নাজনীন সীমনের জন্মদিন।

তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক ও শিক্ষক। ইডেন কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রী করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে অবস্থিত সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধীনে কুইন্স কলেজ থেকে ইংরেজী সাহিত্যে পুনরায় ব্যাচেলর ও মাস্টার্র ডিগ্রী লাভ করেন।

সেখানকার হাইস্কুল সিস্টেমে প্রায় একযুগ ধরে তিনি ইংরেজীর শিক্ষক হিসেবে কর্মরত।

তিনি স্থানীয় ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি।

গদ্য-পদ্য মিলে তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা সাত। “প্রতত রক্তাক্ত চিৎকার (গল্প)”, “একটি বিড়াল ও আমার দুঃখ (কবিতা)”, “বিশেষণের বিশেষ বাড়ি (কবিতা)” ও “অস্তিত্বের সংকট (প্রবন্ধ)” কবির উল্লেখযোগ্য গ্রন্থ।

তাঁর কবিতা অনূদিত হয়েছে ইংরেজী, রোমানিয়ান ও কোরিয়ান ভাষায়। ‘হলোনেস অন দ্যা হরাইজন’ নামে ইংরেজীতে অনূদিত কবিতাগ্রন্থ প্রকাশ করেছে নিউইয়র্কের পাবলিকেশন্স সংস্থা ফেরল প্রেস। লং আইল্যান্ড ইউনিভার্সিটি, ইয়েল ক্লাব, গ্রানীজ ভিলেজ, ও ম্যাসাসুসেস্ট পোয়ের্টি ফেস্টিভাল সহ নানা মার্কিনি ভ্যানুতে তিনি আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পড়েছেন।

২০০৭ সালে তিনি উত্তরাধুনিক কবিতায় শব্দগুচ্ছ কবিতা পুরস্কারে ভূষিত হন। কবি নাজনীন সীমনের জন্মদিনে সাহিত্যবার্তার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। শুভ জন্মদিন কবি!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান