অতলান্তিক মন শুধু স্মৃতিকনা নিয়ে সজীব হয় ভাবনার ঘেরা প্রকোষ্ঠ।
খোলা জানালা
মুক্তির আকাক্সক্ষা মানুষের নিরন্তর রবীন্দ্রনাথ খুঁজেছেন। রবির গানে দেখা মেলে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশের নীচে। বদ্ধ কারাগারের দরজায় পদাঘাতে দ্রোহী নজরুলের মুক্তি সুকান্তের মুক্তির আকাক্সক্ষা লাশকাটা ঘরে জীবনানন্দ খুঁজেছেন হংস বা শালিকের বেশে ধানসিঁড়ি নদীর তীরে নৃপতি সিদ্ধার্থ খুঁজেছেন ভরা পূর্ণিমায় গৃহে চিত্রকর ভ্যানগগ আকাশের নীচে কিংবা লি. ভিঞ্চি মোনালিসার হাসিতে
অনন্ত দুঃখরাশির তরঙ্গমালায় অযুত নিযুত নক্ষত্রের মাঝে আমার মুক্তি ধূলোয় হাসে! মধ্যাকাশের স্পন্দন যেন ধূসর পা-ুলিপি! শুধু ব্যঞ্জনবর্ণের অক্ষরে রিনিঝিনি কাব্যহীন শব্দ !
মনরোগ
মন আর হাসে না দুঃখের অনলে মন সমুদ্র জলরাশি প্রয়োজন
দুঃখের হাট বসেছে আমার পণ্য কেনে না কেউ তৃপ্তির হাসি ক্রয়ে খুশীর ঢেউ ভোগের বাজার বেশ সমাগম দুঃখ ছায়ায় তবুও আছে দম।
কষ্টে কান্নার জল শুকিয়ে যায় জীবন গতি এভাবে পূর্ণতা পায় নাটকের শেষ শয্যার হয় অবসান সুখ গন্তব্যের নেই সন্ধান
হৃদয় কাঁদে, মন হাসে না সুখের চাদরে ভালোবাসে না ! জল গড়িয়ে মৃত্যুর ঠিকানায় ! দুঃখরোগে প্রেম কি আর মানায়?
মন বাজারে ভালোবাসার বিপণন এই হাটে ক্রেতা আছে ক’জন? মন আর হাসে না মন আর কাঁদেও না শুধু বেদনা জয়ী হয় !