প্র ণ ব   ম জু ম দা রে র   ক বি তা গু চ্ছ
প্র ণ ব   ম জু ম দা রে র   ক বি তা গু চ্ছ

হয়তো আমি নেই

জেগেই শুনি তুমি সুহৃদ নেই আর ভবে
তুমি রূপকার এ ভূমে জন্ম নেবে আর কবে ?
সৃজনের বিয়োগে হয়ে যায় খালি দেশ
অস্তাচলে যাওয়া যাত্রীর ফুরাবে কী রেশ ?

একে একে ক্রান্তিকালে সুবোধেরা চলে যায়
হিংসা হানাহানিতে কারও মন শান্তি না পায়
আজ তুমি আছো ভবে কাল হয়তো আমি নেই
মৈত্রীর বন্ধনে এসো ভালোবাসার উত্তাপ দেই !


বিষন্ন অলিন্দ

বিবর্ণ ধূসর সীমাহীন যন্ত্রণায়
স্মৃতিকনা ভিড় করে হৃদয়ের শেঁকড়ে
বিষন্নতা বেদনায় হাতড়ে বেড়াতে গিয়ে
অদৃশ্য হয়ে যায় আমার প্রিয় মুখ
জন্মান্ধ ভালোবাসার চেয়ে
হারিয়ে যাওয়া সেই স্মৃতির গর্জন
প্রবল রোমন্থন জোয়ারে
তছনছ করে দিচ্ছে সব!
আমার সৃষ্টির ভোর, সকাল বিকেল রাত
বিষন্নতা আজ আমাকে কুরে করে খায়
স্মৃতিকনার কাছে হেরে যাই আজকাল
অতীত প্রকোষ্ঠগুলো হানা দেয় স্নায়ুতন্ত্রে!
স্মৃতির প্রাণময় চিহ্ন নিয়ে ভবিষ্যৎ হাটে
হয়তো কিছু সময় কিংবা হাজারো দিবস!


স্মৃতিকনা

পৃথিবীতে তোমার শব্দ এখনও উচ্চারিত হয়!
তুমি প্রতিচ্ছবি জীবন্ত আলোকচিত্রী আমরা!
কিভাবে চলে যায় অজানা প্রান্তরে সময়!
প্রজন্মের লালিত স্মৃতিঘরে তোমার অনুরণন!
হারায় না নিঃশব্দ ভালোবাসার অষ্টপ্রহর।

সারাক্ষণ তোমার মাহেন্দ্রক্ষণ
হৃদয়জাত স্পর্শে ভরে যায়

অতলান্তিক মন শুধু স্মৃতিকনা নিয়ে
সজীব হয় ভাবনার ঘেরা প্রকোষ্ঠ।


খোলা জানালা

মুক্তির আকাক্সক্ষা মানুষের নিরন্তর
রবীন্দ্রনাথ খুঁজেছেন।
রবির গানে দেখা মেলে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশের নীচে।
বদ্ধ কারাগারের দরজায় পদাঘাতে
দ্রোহী নজরুলের মুক্তি
সুকান্তের মুক্তির আকাক্সক্ষা লাশকাটা ঘরে
জীবনানন্দ খুঁজেছেন হংস বা শালিকের বেশে
ধানসিঁড়ি নদীর তীরে
নৃপতি সিদ্ধার্থ খুঁজেছেন ভরা পূর্ণিমায় গৃহে
চিত্রকর ভ্যানগগ আকাশের নীচে
কিংবা লি. ভিঞ্চি মোনালিসার হাসিতে

অনন্ত দুঃখরাশির তরঙ্গমালায়
অযুত নিযুত নক্ষত্রের মাঝে
আমার মুক্তি ধূলোয় হাসে!
মধ্যাকাশের স্পন্দন যেন ধূসর পা-ুলিপি!
শুধু ব্যঞ্জনবর্ণের অক্ষরে
রিনিঝিনি কাব্যহীন শব্দ !


মনরোগ

মন আর হাসে না
দুঃখের অনলে মন
সমুদ্র জলরাশি প্রয়োজন

দুঃখের হাট বসেছে
আমার পণ্য কেনে না কেউ
তৃপ্তির হাসি ক্রয়ে খুশীর ঢেউ
ভোগের বাজার বেশ সমাগম
দুঃখ ছায়ায় তবুও আছে দম।

কষ্টে কান্নার জল শুকিয়ে যায়
জীবন গতি এভাবে পূর্ণতা পায়
নাটকের শেষ শয্যার হয় অবসান
সুখ গন্তব্যের নেই সন্ধান

হৃদয় কাঁদে, মন হাসে না
সুখের চাদরে ভালোবাসে না !
জল গড়িয়ে মৃত্যুর ঠিকানায় !
দুঃখরোগে প্রেম কি আর মানায়?

মন বাজারে ভালোবাসার বিপণন
এই হাটে ক্রেতা আছে ক’জন?
মন আর হাসে না
মন আর কাঁদেও না
শুধু বেদনা জয়ী হয় !

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান