বিদায় চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু
বিদায় চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু
মুহম্মদ খসরু। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের আদি পুরুষ মুহম্মদ খসরু আর নেই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

মুহম্মদ খসরু দীর্ঘদিন ধরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও অ্যাজমার সমস্যায় ভুগছিলেন। গত মাসে শারীরিক অবস্থার অবনতি হলে বারডেমে ভর্তি করা হয় তাঁকে। এর মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ রক্ষা হয়নি।

সুস্থ চলচ্চিত্র আন্দোলনের নেতৃত্বদানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ সম্পাদনা করেন মুহম্মদ খসরু। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা আন্দোলনেরও অন্যতম পুরোধা ব্যক্তি তিনি। প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল চলচ্চিত্রপ্রাণ এ মানুষটির।  

বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পীত ধারার চলচ্চিত্রের প্রায় সব নির্মাতাই বেড়ে ওঠেন মুহম্মদ খসরুর সান্নিধ্যে।  এঁদের মধ্যে আছেন- মসিহউদ্দীন শাকের, তারেক মাসুদ, মোরশেদুল ইসলাম প্রমুখ।

লেখক শাহদুজ্জামান মুহম্মদ খসরু প্রসঙ্গে বলেছিলেন, রুশ লেখকরা যেমন নিকোলাই গোগলের ওভারকোট থেকে বেরিয়েছেন, তেমনি বাংলাদেশের শিল্পীতি ধারার চলচ্চিত্রকাররা বেরিয়েছেন মুহম্মদ খসরুর পকেট থেকে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান