বিশিষ্ট কবি, চলচ্চিত্র ও টিভি অভিনেতা এবিএম সোহেল রশিদ'র জন্মদিন
বিশিষ্ট কবি, চলচ্চিত্র ও টিভি অভিনেতা এবিএম সোহেল রশিদ'র জন্মদিন

সাহিত্যবার্তা:


বিশিষ্ট চলচ্চিত্র ও টিভি অভিনেতা, টেলিভিশন উপস্থাপক, অনুষ্ঠান ও নাটকনির্মাতা, চিত্রনাট্যকার, সম্পাদক সময়২৪’, মিডিয়া ব্যক্তিত্ব, সফল সংগঠক, গীতিকার, অনুশীলন সাহিত্য পরিষদ-এর সভাপতিশহীদ বুদ্ধিজীবীর সুযোগ্য সন্তান,
সংস্কৃতিজন কবি এবিএম সোহেল রশিদ-এর শুভ জন্মদিন আজ  ,

এবিএম সোহেল রশিদ শিল্প-সংস্কৃতির প্রায় সবকটি পথেই স্বাচ্ছন্দ্য পদচারণামহান মুক্তিযুদ্ধে বিজয়ের বেদিমূলে আত্মোৎসর্গকৃত শহীদ বুদ্ধিজীবী এবিএম আবদুর রহীম ও মা কারুশিল্পী মিসেস ঝরনা রহীম-এর পাঁচ সন্তানের মধ্যে তিনিই বড়

২৩ডিসেম্বর ১৯৬৫ ঢাকার আজিমপুরের মেটারনিটি হাসপাতালে ভূমিষ্ঠ হলেও পৈত্রিকনিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়িমধ্যবিত্ত টানাপোড়নে রাজধানী ঢাকার নাগরিক বলয়ে বেড়ে উঠার কারণেই লেখনীতে তার নগর যন্ত্রণার গৌরব-সৌকর্যের পাশাপাশি প্রেম-বিচ্ছেদ-বিরহ এসেছে ষড়ঋতুরমতো ভিন্ন ভিন্ন আঙ্গিকেমৃত্তিকাও বাদ যায়নিলেখকের দৃষ্টির সীমানায় সময় নদীর স্রোতে বিরহও রঙ পাল্টেছে বার বারদুঃখ-মেঘ জমানো খুনসুটি ও কষ্ট সমুদ্রের নানান অনুষঙ্গ কাব্যরসের বিচ্ছুরণে এবিএম সোহেল রশিদ শৈল্পিকউচ্চারণের সাহস দেখিয়েছেনতিনি লেখালেখি ছাড়াও নাট্যপরিচালনা, প্রামাণ্য চলচ্চিত্রনির্মাণ, বাংলাদেশ টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্টান 'ঝিলমিল' উপস্থাপনা ও গ্রন্থনা করেছেন | অভিনয় করেছেন প্রায় পৌনে তিনশ সিনেমায়

তার মাঝে একাত্তরের সংগ্রাম, ভুল যদি হয়, বধূ তুমি কার, দেশা, চাচ্চু, মুসাভাই ইত্যাদি উল্লেখযোগ্য |

ইতিমধ্যেই তাঁর অনেকগুলো একক কবিতার বই প্রকাশিত হয়েছেতার মধ্যে হচ্ছে পাপড়িতে মাখামাখি বিকেলের রোদ’, ‘আগুন ঠোঁটের ঘ্রাণবিসর্জনের অহংকার

সংস্কৃতিজন কবি এবিএম সোহেল রশিদ এর জন্মদিন উপলক্ষে সাহিত্যবার্তার পক্ষ একরাশ ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা ।

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান