ভিন্ন মেজাজে ‘নান্দিক’-এর প্রকাশনা উৎসব
ভিন্ন মেজাজে ‘নান্দিক’-এর প্রকাশনা উৎসব

ছবি : প্রকাশনা উৎসবের


ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন’ শ্লোগানে বর্ণাঢ্য কলেবরে নান্দনিক প্রচ্ছদে প্রকাশ পেয়েছে সাহিত্য পত্রিকা ‘নান্দিক’। নির্মল ও মসৃণ সাহিত্য চর্চার মধ্য দিয়ে শিল্প-সাহিত্যের সমৃদ্ধির পথকে আরো বেগবান করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে সাহিত্যাঙ্গনের এই প্রয়াস। ‘দেখি বাংলার মুখ’ মনকল্পে সাহিত্য ও শিল্প-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের তাৎপর্যবহ ও বিষয়-বৈচিত্র্যের লেখার সমৃদ্ধ হয়েছে প্রকাশনাটির সূচনা সংখ্যা। 

সৃজনের পথে নবদর্পে আবির্ভূত এই সাহিত্য পত্রিকার যাত্রাকে ঘিরে ২৬ জানুয়ারি শনিবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্রকাশনা উৎসব। আয়োজনটি পরিণত হয় দেশবরেণ্য কবি-সাহিত্যিক ও সংস্কৃতিজনদের মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হায়াৎ মামুদ, নাট্যজন মামুনুর রশীদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক সেক্রেটারি জেনারেল ও নান্দিকের উপদেষ্টা সম্পাদক আকতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দিক সম্পাদক ইসমত শিল্পী।

প্রকাশনা উৎসবে উপস্থিত হয়ে অতিথিরা নান্দিকের পথযাত্রায় শুভকামনা জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরণের প্রকাশনা আমাদের সাহিত্যের বিকাশ ও পরিচর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নান্দিকও তার অংশীদার হবে বলে আমার বিশ্বাস। আমি নান্দিকের জন্য শুভকামনা এবং এর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে এ ধরণের সৃজনকর্ম নিয়ে নিবেদিত থাকার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ 

অধ্যাপক ড. হায়াৎ মামুদ বলেন, ‘নান্দিক সত্যিকার অর্থে একটি চমৎকার উদ্যোগ। আমি অত্যন্ত আনন্দিত যে ইসমত শিল্পীর হাতে এরকম একটি মহৎ কাজ এগিয়ে যাচ্ছে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার সঙ্গে থাকলে সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায়। তাতে করে মানুষ ও সমাজ উপকৃত হয়।’ 

সাহিতের এ প্রকাশনায় শৈল্পিক মনন ও চয়নে উঠে এসেছে সমকালীন সাহিত্য ও শিল্প-সাংস্কৃতিক অঙ্গনের নানা চিত্র। দেশবরেণ্য বিদগ্ধ কবি, সাহিত্যিক, শিল্প-সমালোচক ও সংস্কৃতিজনদের পাশাপাশি এ সংখ্যায় স্থান পেয়েছেন তরুণ প্রজন্মের কয়েকজন সাহিত্যিক এবং শিল্প-সমালোচকের লেখা। সাহিত্যাঙ্গনের পরিচিত মুখ কবি ইসমত শিল্পীর সম্পাদনায় ৪৮ পৃষ্ঠার এ পত্রিকার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। নান্দিক এর চলতি সংখ্যাটি পাওয়া যাবে- বাতিঘর-এ।  


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান