মধ্যযুগের কবিতা, মঙ্গলকাব্য- ভারতচন্দ্র রায়গুণাকর
মধ্যযুগের কবিতা, মঙ্গলকাব্য-  ভারতচন্দ্র রায়গুণাকর

পাতশা কহেন শুন মানসিংহ রায়।

গজব করিলা তুমি আজব কথায়।।

লস্করে দু’তিন লাখ আদমী তোমার।

হাতী ঘোড়া উট গাধা খচর যে আর।।

এ সকলে ঝড় বৃষ্টি হৈতে বাঁচাইয়া।

বামণ খোরাক দিল অন্নদা পূজিয়া।।

সয়তান দিল দাগা ভূতেরে পূজায়।

আল চাউল বেঁড়ে কলা ভুলাইয়া খায়।।

আমারে মালুম খুব হিন্দুর ধরম।

কহি যদি হিন্দুপতি পাইবে সরম।।

সয়তানে বাজি দিল না পেয়ে কোরাণ।

ঝুট মুট পড়ি মরে আগম পুরাণ।।

গোসাঁই মর্দ্দের মুখে হাত বুলাইয়া।

আপনার নূর দিলা দাড়ি গোঁফ দিয়া।।

হেন দাড়ি বামণ মুড়ায় কি বিচারে।

কি বুঝিয়া দাড়ি গোঁফ সাঁই দিল তারে।।

আর দেখ পাঁঠা পাঁঠী না করে জবাই।

উভ চোটে কেটে বলে খাইল গোঁসাই।।

(অন্নদামঙ্গলঃ পাতশাহের দেবতা নিন্দা)


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান