মুক্তিযোদ্ধার লেখা ‘ছড়ায় ছড়ানো একাত্তর’ বই মেলায়
মুক্তিযোদ্ধার লেখা ‘ছড়ায় ছড়ানো একাত্তর’ বই মেলায়


বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনের লেখা চতুর্থ বই ‘ছড়ায় ছড়ানো একাত্তর’ এবারের বই মেলায় পাওয়া যাচ্ছে। মৃদঙ্গম প্রকাশীত ছড়ার বইটি বাংলা একাডেমী প্রাঙ্গনে ১২২ ও ১২৩ নাম্বার স্টলে মুক্তধারা নিউইয়র্কে পাওয়া যাচ্ছে। শিবু কুমার শীলের আঁকা নান্দনিক প্রচ্ছদে ৭১টি কবিতা সম্বলিত এই বইয়ের মূল্য রাখা হয়েছে একশত টাকা।
ছড়াকার মো.আনোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, গৌরব ও চেতনার কথা বলতে চেয়েছি ছড়ায় ছড়ায়। সমসাময়িক নানান সমস্যা ও তার সমাধার দিতে চেয়েছি ১৯৭২ সালের সংবিধানের আলোকে।


মুক্তিযোদ্ধা কবি মো. আনোয়ার হোসেনের প্রথম কবিতার বই  ‘ঝড়’ প্রকাশিত হয়েছিল ২০১২ সালের বইমেলায়  প্রথম প্রকাশ প্রকাশনী থেকে । পুঁথিনিলয় ২০১৫ সালে বই মেলায় প্রকাশ করেছে কবির দ্বিতীয় কবিতার বই ‘ঝলকানি মেঘের গর্জন’। কবির প্রথম ছড়ার বই ‘আকাশ ভরা ছড়ার মেলা’ প্রকাশ করে দোয়েল প্রকাশনী ২০১৬ সালের বই মেলায় । মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সাহিত্যের জন্য ২০১৮ দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন মো. আনোয়ার হোসেন।
মুক্তিযোদ্ধা কবি মো. আনোয়ার হোসেন ১৯৫৫ সালের ৮ মে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার জারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবির বাবা আব্দুল ওহাব এবং মা ফয়জুন্নেসা দুজনেই মৃত। আনোয়ার হোসেন পেশায় ছিলেন একজন পরিবহণ শ্রমিক। এখন তিনি নিয়মিত লেখা-লেখি এবং হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ নিয়ে ব্যাস্ত।

বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বিয়ে করেন কিশোরগঞ্জের কন্যা আয়েশা খাতুনকে। কবির সংসারে পাঁচ ছেলে এবং এক মেয়ে । বড় ছেলে মোহাম্মদ কামাল হোসেন পেশায় ইঞ্জিনিয়ার।  তোফাজ্জল লিটন নিউইয়র্কে প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। দেলোয়ার হোসেন সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাত্তকোত্তর সম্পন্ন করেছেন এবং আফজাল সুযন শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্িত বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে সোনালী ব্যাংকে কর্মরত আছেন। কনিষ্ঠ ইমতিআজ শিপন আইন শাস্ত্রে পড়াশুনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একমাত্র মেয়ে ফাতেমা খাতুন বিয়ে করে নিজের সংসার দেখছেন।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান